ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাতে ব্যথা পেলেন তামিম, দুশ্চিন্তায় বাংলাদেশ!

প্রকাশিত: ১০:৩৫, ১ জুন ২০১৯

 হাতে ব্যথা পেলেন তামিম, দুশ্চিন্তায় বাংলাদেশ!

স্পোর্টস রিপোর্টার ॥ মাঝে মাত্র আর একটা দিন, এরপরই বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশ দলের। রবিবার দ্য ওভালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ। সেই ম্যাচের আগে তাই জোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজারা। এর মধ্যেই দুশ্চিন্তার কালো মেঘ জমা হয়েছে টাইগারদের শিবিরে। শুক্রবার দ্য ওভালের সেন্টার উইকেটে অনুশীলন করার সময় বাঁ হাতে ব্যথা পেয়েছেন এ অপরিহার্য ওপেনার। সঙ্গে সঙ্গে ড্রেসিং রুমে ফিরে আসার পর বরফ ঘষে পর্যবেক্ষণে রাখা হয়েছে তামিমকে। হাত ফুলে গেলে পরে এমআরআই করানো হবে। বাংলাদেশ সময় রাত ৮টা পর্যন্ত তামিমের হাতের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। রবিবার তামিম শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা সেটা নিয়েই এখন দুশ্চিন্তা বাংলাদেশ দলের তাঁবুতে। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন অবশ্য জানিয়েছেন, স্ক্যান করানোর প্রয়োজনীয়তা দেখছেন না তামিম। তার বক্তব্য, ‘ওর (তামিম) চোট নিয়ে এখনই মন্তব্য করা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে তামিম বেশ ভালই বোধ করছে। সে নিজে বলছে যে স্ক্যান করানোর প্রয়োজন নেই। তবে সতর্কতা হিসেবে আমরা আজই (শুক্রবার) হয়তো স্ক্যান করাব।’ তামিমের আঘাত পাওয়ার ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারেননি বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। শুক্রবার সংবাদ সম্মেলনে বাঁহাতি ওপেনারের অবস্থা জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘সত্যি করে বলতে তামিমের ব্যাপারে এই মুহূর্তে কোন আপডেট দেয়া সম্ভব নয়। মাত্রই ড্রেসিংরুমে ফিরেছে সে। দেখার বিষয় এখন ব্যথা কেমন, হাত ফুলে যায় কিনা। এরপরই এমআরআই লাগবে কিনা জানা যাবে।’ এবার বিশ্বকাপ মিশনে আসার আগেই বেশ কিছু ছোটখাটো ইনজুরি সমস্যা দেখা দিয়েছে বাংলাদেশ দলে। চোটে ভুগছেন মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ সাইফউদ্দিন। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পিঠের সমস্যায় ভুগেছিলেন সাইফদ্দিন। শুক্রবার তিনি ব্যাটিং-বোলিং না করলেও দৌড় অনুশীলন করেছেন। অন্যদিকে বেশ কিছুদিন ধরেই হ্যামিস্ট্রিং সমস্যায় আছেন মাশরাফি। শুক্রবার তিনি মাঠে থাকলেও অনুশীলন করেননি। আর এর মধ্যেই আরেক অপরিহার্য তারকা তামিমের হাতে ব্যথা পাওয়াটা সত্যিই বড় দুশ্চিন্তার কারণ। ওয়ালশ অবশ্য খুব বেশি চিন্তিত নন, ‘খেলোয়াড়দের ইনজুরি আছে। কিন্তু এটা নিয়ে আমরা চিন্তিত নই। আশাকরি ধীরে ধীরে সবাই ঠিক হয়ে যাবে।’ দ্য ওভালে শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় উপস্থিত হয় বাংলাদেশ দল। মাঠে নেমেই পুরো দলকে কয়েক গ্রুপে ভাগ করে অনুশীলন শুরু করেন প্রধান কোচ স্টিভ রোডস। পাশাপাশি তিনটি উইকেটে পরপর অনুশীলন করেছেন ব্যাটসম্যানরা। যেখানে স্টিভ রোডসের নজরে সবচেয়ে বেশি ছিলেন সাকিব, মুশফিক ও তামিম।
×