ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জেমি ডে’র শিষ্যদের প্রতিপক্ষ থাইল্যান্ডের ব্যাঙ্কক গ্লাস পাথুম ইউনাইটেড

প্রকাশিত: ১০:৩৫, ১ জুন ২০১৯

 জেমি ডে’র শিষ্যদের প্রতিপক্ষ থাইল্যান্ডের ব্যাঙ্কক গ্লাস পাথুম ইউনাইটেড

স্পোর্টস রিপোর্টার ॥ প্রস্তুতি ম্যাচের শুরুটা খুব একটা মন্দ হয়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। থাইল্যান্ডের ব্যাঙ্ককে তারা মঙ্গলবার প্রথম প্রস্তুতি ম্যাচে ১-১ গোলে ড্র করে স্বাগতিক এয়ারফোর্স ইউনাইটেড ফুটবল ক্লাবের সঙ্গে। লাল-সবুজ দলের ইংলিশ কোচ জেমি ডে দুই অর্ধে দুটি আলাদা একাদশ খেলান। মূলত তিনি সব খেলোয়াড়কে মাঠে নামিয়ে পরখ করেন। তারা যে ভালই খেলেছে সেটা খেলা শেষ হবার পর কোচের কথাতেই পরিষ্কার, ‘ছেলেরা যথেষ্ট ভাল খেলেছে। তাদের খেলায় আমি সন্তুষ্ট। যদিও খেলায় তারা গোল করার অনেকগুলো সুযোগই পেয়েছিল, তবে তা থেকে একটিমাত্র গোল পেয়েছে। আক্রমণ করার হার আশাব্যঞ্জক, আর এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ।’ আজ শনিবার দ্বিতীয় ম্যাচে জামাল ভুঁইয়াদের প্রতিপক্ষ ব্যাঙ্কক গ্লাস পাথুম ইউনাইটেড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। ক্লাবটি গত মৌসুমে থাই লীগ-১ থেকে নেমে গেছে থাই লীগ-২তে। এই ক্লাবে আছে চার বিদেশী ফুটবলার (ব্রাজিল, স্পেন, জাপান ও সিঙ্গাপুরের ১ জন করে)। শুক্রবার বাংলাদেশ দল এসপিএসসি ফুটবল একাডেমি গ্রাউন্ডে লম্বা সময় ধরে অনুশীলন করে। সময়টা প্রায় আড়াই ঘণ্টা। বাফুফে জানিয়েছে, লাল-সবুজরা অনুশীলন খুবই উপভোগ করেছে এবং ভাল করেছে। অনুশীলনে ছিল স্ট্রেচিং, সেট পিস প্র্যাকটিস, ম্যান টু ম্যান মার্কিং প্র্যাকটিস, হোল্ডিং বল পজিশন, গেম সিচুয়েশন ইত্যাদি। এছাড়া গোলরক্ষকদের আলাদাভাবে অনুশীলন করান গোলরক্ষক কোচ। আবহাওয়া ছিল মেঘলা এবং শীতল। বিকেলে সুইমিং পুলে সাঁতার কেটে পুরো দল রিকভারি সেশন করে।
×