ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘আগের চেয়ে এবার আরও ভাল করবে বাংলাদেশ’

প্রকাশিত: ১০:৩৪, ১ জুন ২০১৯

‘আগের চেয়ে এবার আরও ভাল করবে বাংলাদেশ’

রুমেল খান ॥ চেহারাটা তার খুবই মোহনীয়। বন্দুক হাতেও করতে পারেন কঠিন লক্ষ্যভেদ। ২৭ বছর বয়সী সুদর্শনা এই রাইফেল শূটারের নাম তৃপ্তি দত্ত। আন্তর্জাতিক শূটিংয়ে এ পর্যন্ত জিতেছেন ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৩টি তাম্রপদক। এছাড়া জাতীয় চ্যাম্পিয়নশিপে অর্জন ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ৩টি তাম্রপদক। সবমিলিয়ে ১৯ পদকের অধিকারী তৃপ্তি ক্রিকেট খেলাটাও ভাল বোঝেন বৈকি। শুরু হয়ে গেছে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসর। পুরো বাংলাদেশ এখন ক্রিকেট-জ্বরে আক্রান্ত। তৃপ্তিও এর বাইরে নন। তার সবচেয়ে পছন্দের দল লাল-সবুজের বাংলাদেশ। জনকণ্ঠকে দেয়া একান্ত সাক্ষাতকারে তৃপ্তি জানান, ‘বাংলাদেশ এবার অনেক ভাল করবে। মনেপ্রাণে তাদের সাফল্য কামনা করছি। আমার তো মনে হয় তারা আগের বিশ্বকাপের (২০১৫) চেয়ে আরও ভাল ফলাফল করবে। যে দলে সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার, মাশরাফির মতো লড়াকু অধিনায়ক, তামিমের মতো মারকুটে ওপেনার, মুশফিকের মতো উইকেটরক্ষক ব্যাটসম্যান, রিয়াদের মতো ভরসা করার মতো মিডলঅর্ডার ব্যাটসম্যান, মুস্তাফিজের মতো কাটার মাস্টার, রুবেলের মতো গতিশীল পেসার, সৈকত-মিরাজের মতো কুশলী স্পিনার আছে, সে দলের সাফল্য না পাওয়ার কোন কারণ নেই। তবে এই খেলোয়াড়দের সঠিক সময়ে সঠিকভাবে কাজে লাগাতে হবে। তবেই আসবে কাক্সিক্ষত সাফল্য।’ আগের বিশ্বকাপে তো বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল। এবার কতদূর যাবে তারা? ‘আমি দৃঢ় আশাবাদী এবার মাশরাফিবাহিনী অবশ্যই কোয়ার্টার ফাইনালের গন্ডি পেরিয়ে সেমিফাইনালে খেলবে। সেই যোগ্যতা-সামর্থ্য তাদের আছে’ তৃপ্তির জবাব। বাংলাদেশসহ আর কোন্ দলগুলো শেষ চারে খেলতে পারে? একটুও না ভেবেই তৃপ্তির ত্বরিত জবাব, ‘ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এই তালিকায় নিউজিল্যান্ডকেও রাখা যেতে পারে। আমি এই দলটিকে খুব পছন্দ করি বরাবরই। গত বিশ্বকাপে ওরা ফাইনালে ওঠায় খুবই খুশি হয়েছিলাম। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় ততটাই কষ্ট পেয়েছিলাম।’ বন্ধুদের বাসায় গিয়ে খেলা দেখার মজাই আলাদা। তৃপ্তিও এবার সেই মজা পেতে বন্ধুদের বাসায় হৈচৈ করে খেলা দেখছেন। ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার নাথান লেওন এবং ইংল্যান্ডের বেন স্টোকস এবারের বিশ্বকাপ মাতাবেন বলে মনে করেন তৃপ্তি। তার পুরনো-সাবেক প্রিয় ক্রিকেটার হচ্ছেন বাংলাদেশের আকরাম খান, হাবিবুল বাশার, ভারতের শচীন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী প্রমুখ। এবারের বিশ্বকাপে মোট ম্যাচ ৪৮। সময় ৪৬ দিন। তবে এই সময়কে অনেক ‘কম’ বলে মনে করেন তৃপ্তি, ‘৪৬ দিনে না হয়ে যদি এবারের বিশ্বকাপ ৬০ দিন বা দুই মাসে শেষ হতো, তাহলে অনেক ভাল হতো। সব দলের ক্রিকেটাররা তাহলে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে আরও ভাল খেলা উপহার দিতে পারতেন।’ ওয়ানডে ক্রিকেট বর্তমানে বড্ড বেশি ব্যাটসম্যানকেন্দ্রিক হয়ে যাচ্ছে বলে অভিমত তৃপ্তির। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাঝে মাঝে এই খেলাটিতে নিয়ম পাল্টানো দরকার। নইলে একঘেয়েমি হয়ে যাবে। আইসিসি গত কয়েক বছরে বেশকিছু নিয়ম বদলেছে। তবে এর সুফল বেশি পাচ্ছে ব্যাটসম্যানরাই। এতে খেলাটির ভারসাম্য নষ্ট হচ্ছে। বোলাররাও যেন সুবিধা পায় এমন নিয়ম করা উচিত, তাহলে খেলাটি আরও আকর্ষণীয়, আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে।’ এখন দেখার বিষয়, তৃপ্তির ধারণা অনুযায়ী লাল-সবুজের বাংলাদেশ দল সেমিফাইনালে উঠে তৃপ্তিকে ‘তৃপ্তিদায়ক’ ফলাফল উপহার দিতে পারে কি-না।
×