ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেইমারের চোটে দুশ্চিন্তায় ব্রাজিল

প্রকাশিত: ১০:৩২, ১ জুন ২০১৯

 নেইমারের চোটে দুশ্চিন্তায় ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার ॥ নিদারুণ দুঃসময় অতিবাহিত করছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার। পিএসজি তারকা কিছুতেই মাঠে থিতু হতে পারছেন না। আগেরদিন ব্রাজিল জাতীয় দলের অধিনায়কত্ব হারান সাবেক বার্সিলোনা তারকা। পরেরদিন অর্থাৎ বুধবার ব্রাজিল দলের অনুশীলনে বাম হাঁটুতে চোট পেয়েছেন ২৭ বছর বয়সী নেইমার। যে কারণে আসন্ন কোপা আমেরিকা ফুটবলে তার খেলা নিয়ে কিছুটা হলেও সংশয় সৃষ্টি হয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে সিবিএফ নেইমারের চোটের বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর বাম হাঁটুতে কিছুটা অস্বস্তি বোধ করছেন সেলেসাওদের সেরা তারকা। আগামী ১৪ জুন ব্রাজিলে বসতে যাচ্ছে কোপার ৪৬তম আসর। শিরোপা পুনরুদ্ধারের মিশনে এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রধান ভরসার নাম নেইমার। কিন্তু দলের অনুশীলনে হঠাৎ করেই একটি শট নিতে গিয়ে বাম হাঁটুতে চোট পেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে নেইমার অনুশীলন ছেড়ে সাইডলাইনে চলে আসেন। সিবিএফ’র পক্ষ থেকে জানানো হয়েছে নেইমারকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ১৪ জুন বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করবে স্বাগতিক ব্রাজিল। ‘এ’ গ্রুপে সেলেসাওদের অন্য প্রতিদ্বন্দ্বী হলো বলিভিয়া, পেরু ও ভেনিজুয়েলা। এর আগে পায়ের ইনজুরির কারণে চলতি বছরের শুরুতে প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন ফরাসী জায়ান্ট পিএসজির এই ফরোয়ার্ড। সদ্য শেষ হওয়া ২০১৮-১৯ মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় পিএসজি’র হয়ে ২৩ গোল করা নেইমার ইনজুরি থেকে ফিরে এসে গত মাসে কোপা ডি ফ্রান্সের ফাইনালে রেনের বিপক্ষে হারের ম্যাচে প্রতিপক্ষ সমর্থকের সঙ্গে অশোভন আচরণের দায়ে তিন ম্যাচ নিষিদ্ধ হন।
×