ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মিশন শুরু আজ

প্রকাশিত: ১০:৩২, ১ জুন ২০১৯

 চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মিশন শুরু আজ

শাকিল আহমেদ মিরাজ ॥ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। ক্রিকেটের জনক ইংল্যান্ড তাদের ঐতিহাসিক প্রথম টেস্ট ম্যাচটি খেলেছিল এই অসিদের বিপক্ষে। একে একে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা এখন ১২, যেখানে সেরা দশটি দল ওয়ানডে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবতীর্ণ। আচমকা বাঘ-ভল্লুক হয়ে ওঠা সব শক্তি নিয়ে যতই ভাবুন, বিশ্বকাপ এলে আলোচনার শীর্ষে কিন্তু অস্ট্রেলিয়াই। আগের ১১ আসরে পাঁচবারই চ্যাম্পিয়ন তারা! গত বছর বহুল আলোচিত বল টেম্পারিং ইস্যুতে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের নিষেধাজ্ঞায় কিছুটা খেই হারানো অসিরা ঘুরে দাঁড়িয়েছে একেবারে মোক্ষম সময়ে। টানা দুই সিরিজে ভারত-পাকিস্তানের মতো পরাশক্তিকে উড়িয়ে দিয়ে ইংল্যান্ডে পাড়ি জমানো এ্যারন ফিঞ্চের দল দুটি প্রস্তুতি ম্যাচেই জিতেছে দাপটের সঙ্গে। স্মিথ, ওয়ার্নার, ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, এ্যাডাম জাম্পা দুর্দান্ত ছন্দে। অন্যদিকে গুলাবাদিন নাইবের নেতৃত্বে আফগান শিবিরের বড় আকর্ষণ লেগস্পিনার রশিদ খান, দৃষ্টি থাকবে মোহাম্মদ নবী আর মুজি উর রহমানের ওপরও। ব্রিস্টলে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। এবারের বিশ্বকাপে এটিই প্রথম ডে-নাইট ম্যাচ। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে বহুল আলোচিত বল টেম্পারিং কলঙ্কের দায় মাথায় নিয়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তৎকালীন অধিনায়ক স্মিথ ও তারকা ওপেনার ওয়ার্নার। কেঁপে উঠেছিল গোটা অস্ট্রেলিয়া। একের পর এক সিরিজ হারে মাঠের ক্রিকেটেও বিধ্বস্ত কুলিন অসিরা বিশ্বকাপের ঠিক আগে এসে ঘুরে দাঁড়ায় দুর্দান্ত প্রতাপে। ভারতের মাটিতে এবং আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দুটি বড় সিরিজে জয় তুলে নেয় এ্যারন ফিঞ্চের দল। অবস্থা এমন দাঁড়ায় যে, স্মিথ-ওয়ার্নারকে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে দিতেই ভীষণ বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়ান নির্বাচকরা। সাউদাম্পটনে প্রথম প্রস্তুতি ম্যাচে আয়োজক ইংল্যান্ডকে ১২ রানে হারায় অসিরা। ১০২ বলে ১১৬ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন স্মিথ। ওয়ার্নার করেন ৪৩ রান। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ৫ উইকেটে। ওয়ার্নারের বিশ্রামে অধিনায়ক ফিঞ্চের সঙ্গে ওপেন করা উসমান খাজা খেলেন ৮৯ রানের ইনিংস। অথচ ফিঞ্চ-ওয়ার্নার ওপেন করলে খাজার জায়গা পাওয়াটাই মুশকিল। খেলতে হবে নিচের দিকে। শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, এ্যালেক্স ক্যারি, মার্কাস স্টয়নিস প্রত্যেকে যার যার অবস্থানে সেরাটা দিতে রীতিমতো মুখিয়ে আছেন। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জাই রিচার্ডসকে নিয়ে অসিদের পেস আক্রমণ দুর্ধর্ষ। স্পিনে তরুণ এ্যাডাম জাম্পাকে সঙ্গী দিতে আছেন পার্টটাইমার ম্যাক্সওয়েল। ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এ পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার শিরোপা জয় করে। ১৯৮৭ সালে চতুর্থ বিশ্বকাপে প্রথম শিরোপার স্বাদ পাওয়া অসিরা ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে টানা তিনবার অর্থাৎ একমাত্র দল হিসেবে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। সর্বশেষ ২০১৫ সালে ঘরের মাটিতেও ওড়ে অস্ট্রেলিয়ার পতাকা। অন্যদিকে এ নিয়ে দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে উঠে এসেছে ক্রমশ এশিয়ান ক্রিকেটের উদীয়মান দল আফগানিস্তান। গতবার তারা ৬ ম্যাচের মাত্র একটিতেই জিততে পেরেছিল, স্কটল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারানো আফগানদের নজর এবার অনেক উঁচুতে। অধিনায়ক নাইব বলেন, ‘২০১৫ বিশ্বকাপে রশিদ ও মুজিব (উর-রহমান) ছিল না। এবার লক্ষ্য সেমিফাইনাল পর্যন্ত যাওয়া। আমাদের যে টিম কম্বিনেশন তাতে অবশ্যই কয়েকটি দলের বিপক্ষে আপসেট ঘটাবো। কোন কোন দলকে হারাব আমরা তা চিহ্নিত করেছি। তবে অবশ্যই দলগুলোর নাম আমি বলব না!’ আর তারকা লেগস্পিনার রশিদ খান আগেই ঘোষণা দিয়েছেন, আফগানিস্তান যে এখন আর কাগুজে দল নয়, সেটিই এবার তারা প্রমাণ করে দিতে চায়। অস্ট্রেলিয়া-আফগানিস্তান এ পর্যন্ত দুটি ওয়ানডে ম্যাচ খেলেছে।
×