ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদে প্রযুক্তিপণ্যও বিক্রি হচ্ছে দেদার

প্রকাশিত: ১০:১৬, ১ জুন ২০১৯

 ঈদে প্রযুক্তিপণ্যও বিক্রি হচ্ছে দেদার

ফিরোজ মান্না ॥ ঈদে নতুন জামা-কাপড়ের মতোই বাজারে বিক্রি হচ্ছে প্রযুক্তিপণ্য। অনেকে নিজের জন্য,আবার প্রিয়জনকে ঈদ উপহার হিসেবে মোবাইল হ্যান্ডসেট, ট্যাব ও ল্যাপটপ কিনছেন। ঈদ যত ঘনিয়ে আসছে প্রযুক্তিপণ্যের দোকানগুলোতে ভিড় ততই বাড়ছে। বিভিন্ন প্রযুক্তিপণ্য বিশেষ ছাড়েও বিক্রি হচ্ছে। এদিকে হুয়াওয়ের সঙ্গে গুগলের নতুন সম্পর্ক হওয়ার পর হুয়াওয়ের বিক্রিও বেড়ে গেছে। ঈদ উপলক্ষে ওয়ালটন কম্পিউটার পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। ওয়ালটন দেশীয় প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান হিসেবে এখানে সাধারণ ক্রেতার সংখ্যাই বেশি। ওয়াক্সজ্যাম্বু সিরিজের ডিজাইন, সিমুলেশন ও গেমিং ল্যাপটপ কিনলে এ ছাড় পাওয়া যাবে। কেরোন্ডা সিরিজের ল্যাপটপের ক্ষেত্রে ১৬ শতাংশ ছাড় রয়েছে। প্যাশন এবং ট্যামারিন্ড সিরিজের ষষ্ঠ প্রজন্মের প্রসেসরযুক্ত ল্যাপটপে ১২ এবং প্রিলুড সিরিজের সব মডেলের ল্যাপটপে ৮ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ওয়ালটন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর ও কম্পিউটার এক্সেসরিজের ক্ষেত্রে মূল্যছাড়ের পরিমাণ ৫ শতাংশ। ওয়াক্সজ্যাম্বু ও কেরোন্ডা সিরিজে রয়েছে দুই মডেলের ডিজাইনÑ সিমুলেশন এ্যান্ড গেমিং ল্যাপটপ। এর দাম ৭৯ হাজার ৯৫০ ও ৬৯ হাজার ৯৫০ টাকা। ঈদের ছাড়ে এর দাম পড়বে ৬৫ হাজার ৫৫৯ এবং ৫৮ হাজার ৭৫৪ টাকা। স্মার্ট নক্সা ও আধুনিক ফিচারযুক্ত ৫টি সিরিজের মোট ২৩ মডেলের ওয়ালটন ল্যাপটপ বাজারে পাওয়া যাচ্ছে। ওয়ালটনের অন্য পণ্যের ওপরও বিশেষ ছাড় দিয়েছে। বেশ কয়েকটি প্রযুক্তিপণ্যের বাজার ঘুরে দেখা গেছে, ঈদ উপলক্ষে দাম কমিয়েছে মটোরোলা ওয়ান হ্যান্ডসেটের। এখন থেকে গ্রাহকরা মটোরোলা ওয়ান হ্যান্ডসেটটি ২০ হাজার ৯৯০ টাকায় কিনতে পারছেন। মটোহাবে এক্সক্লুসিভলি শুধু মটোরোলার স্মার্টফোনগুলোই পাওয়া যাবে। স্যামসাংয়ের গ্যালাক্সি এম সিরিজের স্মার্টফোন বিক্রি হচ্ছে বিশেষ অফারে। গ্যালাক্সি এম সিরিজের ডিভাইসগুলোতে আছে ইনফিনিটি-ভি ডিসপ্লে ও বড় আকারের ব্যাটারি ও ফাস্ট-চার্জিং প্রযুক্তি। শক্তিশালী ডুয়েল ক্যামেরা রয়েছে গ্যালাক্সি এম সিরিজে। গ্যালাক্সি এম২০ ও এম১০- দুটি ডিভাইসেই রয়েছে আল্ট্রা-ওয়াইড ফিচারসমৃদ্ধ ডুয়েল ক্যামরা। গ্যালাক্সি এম২০-এর দাম ১৫ হাজার ৯৯০ টাকা এবং গ্যালাক্সি এম১০-এর দাম ১১ হাজার ৯৯৯ টাকা। ঈদ উপলক্ষে বাজারে নিয়ে এসেছে নকিয়া ৪ দশমিক ২ হ্যান্ডসেট। ১৩ হাজার ৯৯৯ টাকায় ফোনটি পাওয়া যাচ্ছে। নকিয়া ৪ দশমিক ২ এর অপারেটিং সিস্টেম হিসেবে আছে এ্যান্ড্রয়েড ৯ পাই। আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ অক্টাকোর চিপসেট, ৩ জিবি র‌্যাম, ৫ দশমিক ৭ ইঞ্চির এইচডি ডিসপ্লে, আছে ৩২ জিবি ইন্টারনাল মেমোরি। বাজারে সিম্ফনি জেড ৫ স্মার্টফোনও বিক্রি হচ্ছে অন্য ফোনগুলোর সঙ্গে পাল্লা দিয়ে। ঈদে সিম্ফনি নিয়ে এসেছে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন জেড৫। এটিতে রয়েছে এ্যান্ড্রয়েড পাই ৯ দশমিক শূন্য অপারেটিং সিস্টেম। এছাড়া ১ দশমিক ৬ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর। ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মেমোরি কার্ডের স্টোরেজ বাড়ানো যাবে ১২৮ জিবি। এদিকে, ট্রাম্প প্রশাসন চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে ‘কালো তালিকাভুক্ত’ করায় বড় ধরনের ধাক্কা খেয়েছিল হুয়াওয়ে। একে একে হুয়াওয়ের পাশ থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় কয়েকটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞার আদেশ তিন মাসের জন্য শিথিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সব প্রযুক্তি প্রতিষ্ঠান আবার হুয়াওয়ের পাশে ফেরার ঘোষণা দিয়েছে। গুগল থেকে আবার হুয়াওয়ের সহযোগিতায় থাকবে। সম্প্রতি মার্কিন সরকারের নিষেধাজ্ঞা থাকায় এক বিবৃতিতে গুগল জানায়, তারা আদেশ মেনেই কাজ করছে। গুগলের নতুন এই সিদ্ধান্তের কারণে হুয়াওয়ে গুগলের নিরাপত্তাবিষয়ক আপডেট ও প্রযুক্তিগত সহায়তা আর পাবে না। তবে ‘ওপেন সোর্স প্ল্যাটফর্মে’ থাকা সফটওয়্যারগুলোই শুধু সচল থাকবে হুয়াওয়ের স্মার্টফোনগুলোয়। এতে করে নতুন হুয়াওয়ে স্মার্টফোনে গুগলের ইউটিউব, গুগল ম্যাপসের মতো এ্যাপগুলো না থাকার আশঙ্কা ছিল। এখন থেকে এ আশঙ্কা কেটে যাচ্ছে। আবার হুয়াওয়ে তাদের তৈরি মোবাইল হ্যান্ডসেটসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের জন্য গুগলের সুবিধা নিতে পারবে।
×