ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মারুফ আহমেদ নয়ন

পদার্থবিজ্ঞান সিরিজ-১

প্রকাশিত: ১১:২৯, ৩১ মে ২০১৯

 পদার্থবিজ্ঞান সিরিজ-১

অন্ধের পাশে আলোর গল্প নিয়ে বসে আছি, শ্রাবণের বৃষ্টি প্রকল্প জুড়ে জাগ্রত করছি প্রিজমের সাতটি রঙ, তড়িৎ চুম্বকীয় ধারণার কাছে অর্থহীন বাঁকা চাঁদ,তোমার হাসি, হিম শীতল কথাগুলো তির তির আলোয় কাঁপছে দূরের অন্ধকারে, মূলত আলো এক ভ্রান্ত ধারণা, আমাকে ধরে রেখেছে স্বচ্ছ কাচের ভেতর।
×