ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শিউল মনজুর

হারানো দিনের সেইসব চিঠি

প্রকাশিত: ১১:২৯, ৩১ মে ২০১৯

 হারানো দিনের সেইসব চিঠি

সেইসব রঙধনু চিঠিগুলো আজও আমি পথে পথে ঘুরে ঘুরে ডাকবাক্সে খুঁজে বেড়াই। কেউ যেন আমাকে শাসন করে প্রবল প্রতাপে মনের অন্তনীল ক্যানভাসে। মনে পড়ে সন্ধ্যার কুয়াশাভেজা পথ, ডেকে নিয়ে যেত রাতের অন্ধকার গভীরে তোমার জানালার পাশে। মনে পড়ে শাদা শাদা ফোঁটা ফোঁটা শিশির জল আমাদেরকে নিয়ে খেলা করত জ্যোৎস্নালোকের পুকুরে। কোন কোনদিন জ্যোৎস্নারাতে আমরা জোনাকিদের সঙ্গে হাসতে হাসতে মিশে যেতাম মহুয়াবনের ছায়ায়। মাঝে মধ্যে তুমি রুমালের ভাঁজে ভাঁজে গোলাপ ফোটাতে আর দিনের আলোয় মলাটের গোপনভাঁজে আইসক্রিম বন্ধু দিয়ে যেত তোমার ভালবাসার গাঢ় অক্ষরবোনা রঙধনু মাখা দীর্ঘচিঠি। আহ্ দীর্ঘচিঠি, শব্দে শব্দে পঙ্ক্তিতে পঙ্ক্তিতে শুধুই জেগে উঠত অমল ধবল ভালবাসা! আমি আদ্র চিঠির হৃদয়ঘ্রাণে হারিয়ে যেতাম স্বপ্নের গহীনে। ঘুমুতে ঘুমুতে আমি পরাণের ভেতর শব্দ পেতাম মেঘে মেঘে বৃষ্টিভেজা তোমার পায়ের মৃদুজলছাপের। আর এখন দেখি ডাকবাক্স উধাও। কুরিয়ার সার্ভিসের লোকগুলোও কেমন অলস বসে থাকে কাউন্টারে। এখন হাতের মুঠোয় নেচে বেড়ায় হৃদয়মুদ্রা। চুমকিরা বিদ্যুতালয়ে ঘুরে বেড়ায় ব্রাউজিং ফ্লাটে। চোখ ধাঁধানো ঝলমলে স্ত্রিণ পর্দায় রঙধনু আঁকে পাথর মানবীর।
×