ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনে ওসাকার নাটকীয় জয়

প্রকাশিত: ১০:২১, ৩১ মে ২০১৯

  ফ্রেঞ্চ ওপেনে ওসাকার নাটকীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনে দুর্বার গতিতে ছুটছেন নাওমি ওসাকা। প্রথম রাউন্ডে কষ্টার্জিত জয় পেলেও দ্বিতীয়পর্বেই দাপট দেখালেন তিনি। টানা দুই জয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের টিকেট কেটেছেন ওসাকা। বৃহস্পতিবার জাপানের তরুণ প্রতিভাবান এই খেলোয়াড় নাটকীয় ম্যাচে পরাজিত করেন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। দ্বিতীয়পর্বের ম্যাচে এদিন তিনি ৪-৬, ৭-৫ এবং ৬-৩ গেমে হারান দুইবারের গ্র্যান্ডস্লাম জয়ী ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। প্রতিপক্ষকে হারাতে ওসাকা সময় নেন প্রায় তিন ঘণ্টা। মাত্র ২১ বছর বয়স নাওমি ওসাকার। এই সময়েই বিশ্ব টেনিসের মহাতারকা। দুটি গ্র্যান্ডস্লাম জিতেছেন তিনি। ইউএস ওপেনে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের পর চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনেও। ফ্রেঞ্চ ওপেনে এবার কতদূর যেতে পারবেন ওসাকা? ক্লে-কোর্টে তার পারফর্মেন্স নিয়ে সংশয় ছিল অনেকেরই। তবে টানা দুই ম্যাচ জিতে সব সংশয় উড়িয়ে দিয়েছেন জাপানের এই প্রতিভাবান খেলোয়াড়। তৃতীয় রাউন্ডের ম্যাচে ওসাকার প্রতিপক্ষ ক্যাটেরিনা সিনিয়াকোভা। ওসাকার সঙ্গে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন এ্যাশলে বার্টিও। অস্ট্রেলিয়ার তরুণ প্রতিভাবান খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে ৭-৫ এবং ৬-১ গেমে পরাজিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কোলিন্সকে। এদিন চমক দেখিয়েছেন এ্যামান্ডা এনিসিমোভা। ১৭ বছরের এই তরুণী দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় করে দিয়েছেন বেলারুশের এরিনা সাবালেঙ্কাকে। এদিন তিনি ৬-৪ এবং ৬-২ গেমে পরাজিত করেন টুর্নামেন্টের ১১তম বাছাই সাবালেঙ্কাকে। প্রতিপক্ষকে হারাতে এনিসিমোভা এদিন সময় নেন মাত্র ৭৫ মিনিট। এদিকে পুরুষ এককে ফরাসী ওপেনে রাফায়েল নাদালের জয়রথ প্রত্যাশামতোই ছুটছে। প্রথম রাউন্ডে জার্মানির বাছাইপর্ব পেরিয়ে আসা প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দেয়ার পর বুধবার আবার আরেক জার্মান প্রতিপক্ষ ইয়ানিক মাডেনকে একই রকম দাপটে হারালেন। ফল ৬-১, ৬-২ এবং ৬-৪। পাশাপাশি তৃতীয় রাউন্ডে উঠেছেন রজার ফেদেরারও। সুইস মহাতারকাও সরাসরি সেটে জয় পান। তিনি হারান অস্কার ওটেকে। ৬-৪, ৬-৩ এবং ৬-৪ গেমে। এভাবে এগোতে থাকলে সেমিফাইনালেই দেখা হয়ে যেতে পারে দু’জনের। যে ম্যাচের দিকে তাকিয়ে গোটা বিশ্বের টেনিসভক্তরা। রজার ফেদেরার তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবেন ক্যাসপার রুডের। যার বাবা ক্রিশ্চিয়ান ১৯৯৯ ফরাসী ওপেনে তৃতীয় রাউন্ডে উঠেছিলেন। সেবারই রোঁল গ্যাঁরোতে অভিষেক হয়েছিল ১৭ বছর বয়সী ফেদেরারের। অবশ্য তিনি প্রথম রাউন্ডে প্যাট্রিক রাফটারের কাছে হেরে ছিটকে গিয়েছিলেন। বুধবার প্রতিযোগিতার ইতিহাসে ১৫ বার তৃতীয় রাউন্ডে উঠে গেলেন সুইস মহাতারকা। ম্যাচ জিতে ফেদেরার ফিলিপ শঁতিয়ে স্টেডিয়ামের দর্শকদের প্রশংসা করেন। যাদের মধ্যে দু’জন একটি বেডশিটে লিখে এনেছিলেন, ‘ফেদেরার ফরএভার।’ ফেড এক্সপ্রেস বলেন, ‘সমর্থকদের ধন্যবাদ। হাজারবার ধন্যবাদ। গ্র্যান্ডস্ল্যামে নামা দারুণ ব্যাপার। এমন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দেখা হয়ে যায় যাকে এর আগে দেখিনি। এ রকম ম্যাচ সবসময়ই কঠিন। আজ খুব ভাল খেলেছে আমার প্রতিপক্ষ।’ বুধবারের জয়ে রোঁলা গ্যাঁরোতে নাদালের জয়-হারের পরিসংখ্যান দাঁড়াল ৮৮-২। স্প্যানিশ তারকা তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবেন বেলজিয়ামের ডেভিড গোফিনের। গোফিনের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ৩-১ এগিয়ে রয়েছেন নাদাল। গোফিন শেষবার নাদালকে হারান ২০১৭ সালে। পুরুষদের এককে জয় পেয়েছেন স্ট্যানিসলাস ওয়ারিঙ্কাও। ২০১৫ সালের চ্যাম্পিয়ন তৃতীয় রাউন্ডে ওঠার পথে মাত্র পঁচাটি গেম হারান ক্রিশ্চিয়ান গারিনের বিপক্ষে।
×