ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদাম তুসোয় বিরাট

প্রকাশিত: ১০:২০, ৩১ মে ২০১৯

  মাদাম তুসোয় বিরাট

স্পোর্টস রিপোর্টার ॥ চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপ শুরুর আগেরদিন বুধবার মাদাম তুসোর মিউজিয়ামে উন্মোচন হয় ভারতের অধিনায়ক বিরাট কোহলির মূর্তি। মাদাম তুসো লন্ডনের জেনারেল ম্যানেজার স্টিভ ডেভিস বলেন, ‘আগামী কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে ক্রিকেটজ্বর থাকবে। তাই লর্ডসে বিরাট কোহলির মূর্তি উন্মোচন করার এটাই সেরা সময়। আশা করি ক্রিকেটপ্রেমীরা তাদের নায়কদের শুধু পিচেই দেখবেন না, মাদাম তুসো লন্ডনেও দেখতে আসবেন।’ প্রথমদিন মূর্তিটি রাখা হয় হল লর্ডস গ্রাউন্ডে। আকর্ষণের কেন্দ্রে বিরাট কোহলির চোখ। বলা হচ্ছে বিরাট কোহলি যে দৃষ্টিতে তাকিয়ে আছে, তাতে যে কোন বোলারের রক্ত হিম হয়ে যেতে বাধ্য! মাদাম তুসো লন্ডনে ভারতীয় ক্রিকেটের সাবেক কিংবদন্তি শচীন টেন্ডুলকর, জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট এবং দৌড়বিদ মো ফারার পাশে রাখা হবে বিরাট কোহলির মূর্তিটি।
×