ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্রিকেটে শচীনের আরেক অভিষেক!

প্রকাশিত: ১০:১৯, ৩১ মে ২০১৯

 ক্রিকেটে শচীনের আরেক অভিষেক!

স্পোর্টস রিপোর্টার ॥ ২২ গজে ২৪ বছর খেলেছেন। অনেকগুলো রেকর্ড গড়ে ক্যারিয়ার চলমান থাকতেই কিংবদন্তি হয়েছিলেন ‘লিটল মাস্টার’ শচীন টেন্ডুলকর। ৬ বছর আগে সবধরণের ক্রিকেট থেকে অবসরে গেছেন। তবে সেই শচীন আবার ফিরেছেন ক্রিকেট মাঠে। এবার ইংল্যান্ড বিশ্বকাপে নতুন পরিচয়ে অভিষেক হয়েছে তার। বৃহস্পতিবার ওভালে দ্বাদশ বিশ্বকাপের ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা উদ্বোধনী ম্যাচে ধারাভাষ্যকার হয়েছেন ভারতীয় এ মহাতারকা। বৃহস্পতিবার মাঠে গড়ায় আয়োজক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে দ্বাদশ বিশ্বকাপ। এই ম্যাচের আগে ‘শচীন ওপেন্স এগেইন’ নামে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান করেছেন টেন্ডুলকর। সেটি একাধারে হিন্দি ও ইংরেজী ভাষায় প্রচারিত হয়েছে। আবার ম্যাচ শুরুর পর প্রথমবারের মতো নতুন এক দিগন্তে পা ফেলেন শচীন। ধারাভাষ্য দিয়েছেন তিনি। ২০১৩ সালে ক্রিকেটকে বিদায় জানানোর পর ক্রিকেট থেকে দূরেই ছিলেন ওয়ানডে টেস্ট মিলিয়ে ১০০ সেঞ্চুরি হাঁকানোর বিশ্বরেকর্ড গড়া টেন্ডুলকর। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বেশ কয়েক বছর ধরে। তবে কখনই সেভাবে তাকে লাইমলাইটে আসতে দেখা যায়নি। তবে এবার বিশ্বকাপে ভিন্নরূপে ভিন্নভাবে নিজেকে তুলে ধরছেন ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন। ৬টি আসরে করেছেন সর্বোচ্চ ২২৭৮ রান। এছাড়া বিশ্বকাপের এক সংস্করণেও সর্বোচ্চ রান করেছেন তিনি। ২০০৩ বিশ্বকাপে ১১ ম্যাচে করেছিলেন মোট ৬৭৩ রান। ভারতকে সেবার ফাইনালে নিয়ে যেতে বড় অবদান ছিল তার। ২৪ বছরের ক্যারিয়ারে রেকর্ড ৩৪,৩৫৭ রান (টেস্টে ১৫,৯২১ রান ও ওয়ানডেতে ১৮,৪২৬ রান) আছে শচীনের নামের পাশে। আন্তর্জাতিক ক্রিকেটে ত্রিশ হাজার রানের মাইলফলক ছোঁয়া একমাত্র ক্রিকেটার তিনি। করেছেন সেঞ্চুরির সেঞ্চুরি। টেস্টে শচীনের সেঞ্চুরি ৫১টি, ৪৯টি ওয়ানডেতে। ৫০ ওভারের ম্যাচে প্রথম ডাবল সেঞ্চুরিয়ানও তিনি। এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই তিনি সেই অসামান্য রেকর্ড গড়েছিলেন। এবার শচীনকে পুরো বিশ্বকাপেই এই কাজে ব্যস্ত দেখা যাবে। ভারতের প্রথম ম্যাচ হতে অবশ্য এখনও বেশ দেরি।
×