ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এবার গাজীপুর বিএনপি অফিসে তালা, দু’পক্ষের অনুষ্ঠান পন্ড

প্রকাশিত: ০৯:৪৫, ৩১ মে ২০১৯

 এবার গাজীপুর বিএনপি অফিসে তালা, দু’পক্ষের অনুষ্ঠান পন্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচী আয়োজনকে কেন্দ্র করে গাজীপুরে বিএনপি’র অন্তঃকোন্দল আবারও প্রকাশ্যে রূপ নিয়েছে। একই সময়ে জেলা বিএনপির কার্যালয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচী আয়োজনকে কেন্দ্র করে শহরে উত্তেজনা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় পক্ষের নেতা-কর্মীদের দলীয় কার্যালয় থেকে বের করে দিয়েছে। এ সময় দলের একাংশের কয়েক কর্মী কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে অন্তর্দ্বন্দ্বের কারণে বগুড়া বিএনপি অফিসে তালা ঝুলানো হয়। স্থানীয়রা জানান, গাজীপুরে বিএনপি’র নেতা-কর্মীদের মাঝে অন্তঃকোন্দল চলে আসছে। দলের হাইকমান্ডের হস্তক্ষেপেও তা নিরসন হয়নি। বৃহস্পতিবার বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে একই সময়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল আয়োজনের পাল্টাপাল্টি কর্মসূচী ঘোষণা দেয় দলের বিবাদমান হাসান উদ্দিন সরকার ও সাবেক জিসিসি মেয়র অধ্যাপক এম এ মান্নান সমর্থিত দু’পক্ষের নেতা-কর্মীরা। এ নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা মুখোমুখি অবস্থান নেয়। এতে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ জেলা বিএনপি কার্যালয় থেকে দুই পক্ষকেই বের করে দেয়। এ সময় দলের একাংশের কয়েক কর্মী কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। ফলে জেলা বিএনপি’র কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানটি ভ-ুল হয়ে যায়। গাজীপুর মহানগরের মেট্রো থানার সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের স্মরণে গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে বৃহস্পতিবার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে। গাজীপুর মেট্রো থানা বিএনপি অনেক আগেই এ কর্মসূচী অনুষ্ঠানের ঘোষণা দেয়। এজন্য দলীয় কার্যালয়ে ব্যানার টানানো ছিল। এ অনুষ্ঠানে মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি হাসান উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ সোহরাব উদ্দিনের উপস্থিত থাকার কথা ছিল। এছাড়া আমরা সবার আগে বিষয়টি পুলিশকেও জানিয়েছি। কিন্তু বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে গিয়ে দেখি গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে প্রধান অতিথি করে অপর একটি পক্ষ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। যা আমরা আগে কিছুই জানতাম না। পরে আমরাও অনুষ্ঠানের প্রস্তুতি নেই। খবর পেয়ে সদর থানার পুলিশ দুই পক্ষকেই দলীয় কার্যালয় ছেড়ে যেতে বলে তালা ঝুলিয়ে দেয়। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, দুটি পক্ষ একই সময়ে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচী পালনের চেষ্টা করছিল। এ নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং দুই পক্ষের যে কোন ধরনের সহিংসতা ও সংঘর্ষ এড়াতে একই সময়ে একই স্থানে উভয় পক্ষকে অনুষ্ঠান করতে নিষেধ করেছে।
×