ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বাসের ধাক্কায় কিশোরী শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ০৯:৪২, ৩১ মে ২০১৯

 রাজধানীতে বাসের ধাক্কায় কিশোরী শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ফার্মগেট এলাকায় বাসের ধাক্কায় এক ছাত্রী নিহত। আজিমপুর অফিসার্স কোয়ার্টারের পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর ফার্মগেট এলাকায় বাসের ধাক্কায় তানজিলা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়। তেজগাঁও থানার পুলিশ জানায়, তানজিলা এবার এসএসসি পাস করেছে। সে পরিবারের সঙ্গে রাজধানীর নাখালপাড়া এলাকায় থাকত। সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ফার্মগেট বাবুল টাওয়ারের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন তানজিলা। এ সময় যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এদিকে একইদিন বিকেলে রাজধানীর আজিমপুর অফিসার্স কোয়ার্টারের ভেতরে একটি পুকুর থেকে অজ্ঞাতনামা (১০) এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ওই পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। লালবাগ থানার পুলিশ জানায়, বিকেলে অফিসার্স কোয়ার্টারের ভেতরে একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে।
×