ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১০ জুন নতুন তারিখ

নুসরাত হত্যা মামলা ফেনীর বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ

প্রকাশিত: ০৯:৩৯, ৩১ মে ২০১৯

  নুসরাত হত্যা মামলা ফেনীর বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তরের  আদেশ

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৩০ মে ॥ আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলার ধার্য তারিখ বৃহস্পতিবার সকালে জেলা কারাগার থেকে ২১ আসামিকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। দুপুর বারোটার দিকে আসামিদের কোর্ট হাজতখানা থেকে আদালতে হাজির করা হয়। কোর্ট পুলিশ কর্মকর্তা ও বাদীর আইনজীবী মামলার চার্জশীট জমা দেয়া সংক্রান্ত তথ্য আদালতে উপস্থাপন করেন। আদালতের বিচারক মোঃ জাকির হোসেন মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল ফেনীতে স্থানান্তরের আদেশ দেন। এদিকে আদালতে আসামি মকসুদুল আলমের জামিন চেয়ে আবেদন জানান তার আইনজীবী এ্যাডভোকেট গিয়াস উদ্দিন নান্নু। আদালতের বিচারক আদালতে এ ধরনের মামলার জামিন দেয়ার এখতিয়ার নেই উল্লেখ করে মামলার পরবর্তী তারিখ ১০ জুন ধার্য করেন এবং বিশেষ ট্রাইব্যুনাল আদালতে জামিনের আবেদন করার কথা বলে সকল আসামিকে জেলহাজাতে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, বুধবার দুপুরে একই আদালতে নুসরাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইনস্পেক্টর শাহ আলম আদালতে ১৬ আসামির বিরুদ্ধে চার্জশীট জমা দেন।
×