ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জোট গঠনে ব্যর্থ নেতানিয়াহু, ফের নির্বাচন ইসরাইলে

প্রকাশিত: ০৯:১৭, ৩১ মে ২০১৯

  জোট গঠনে ব্যর্থ নেতানিয়াহু,  ফের নির্বাচন ইসরাইলে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নতুন জোট সরকার গঠনে ব্যর্থ হওয়ার পর দেশটির আইনপ্রণেতারা পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার পক্ষে ভোট দিয়েছেন। ফলে জাতীয় নির্বাচনের দুই মাসেরও কম সময়ের মধ্যে দেশটিতে আরেকটি নতুন নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে; আগামী ১৭ সেপ্টেম্বর নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে বিবিসি। গত ৯ এপ্রিল ইসরাইলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ইসরাইলী পার্লামেন্ট কেনেসেটের ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩৫ আসনে জয় পায়। সংখ্যাগরিষ্ঠতার জন্য অন্তত ৬১টি আসন পেতে হলেও ইসরাইলের ইতিহাসে কোন দলই কখনও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনের ফলাফলে ডানপন্থি জোট গঠনের মাধ্যমে নেতানিয়াহুর সামনে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে যায়, কিন্তু বুধবার মধ্যরাতের নির্ধারিত সময়ের মধ্যে জোট গঠনে ব্যর্থ হন তিনি। এরপরই নবনির্বাচিত আইনপ্রণেতারা পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার পক্ষে ভোট দেয়। ভেঙ্গে দেয়ার পক্ষে ৭৪টি এবং বিপক্ষে ৪৫টি ভোট পড়ে। ইসরাইলের ইতিহাসে এই প্রথম একজন মনোনীত প্রধানমন্ত্রী সরকার গঠনে ব্যর্থ হলেন।
×