ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিয়ার মৃত্যুবার্ষিকীতে মাজারে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ০৯:১১, ৩১ মে ২০১৯

  জিয়ার মৃত্যুবার্ষিকীতে মাজারে শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার ॥ নানা কর্মসূচীর পালনের মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন করছে বিএনপি। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও শেরেবাংলানগরে জিয়ার মাজারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। এর পর দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ এবং দুস্থদের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচী পালন করা হয়। জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিনা অপরাধে খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা আজ তাকে মুক্ত করা ও গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়েছি। এ ছাড়া অবিলম্বে নতুন জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি। বেলা সোয়া ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে জিয়ার মাজারে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর মোনাজাতে অংশ নেন তারা। এর পর ওলামা দল আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, দেশে দুঃশাসনের রাজত্ব চলছে। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে। সমগ্র দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। ফখরুল বলেন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর এই দিনে তার দর্শন ও আদর্শকে সামনে নিয়ে তাকে অনুসরণ করে আমরা শপথ গ্রহণ করছি যে, আমরা খালেদা জিয়াকে মুক্ত করব এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। তিনি বলেন, জিয়াউর রহমানের অকাল মৃত্যুতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গণতন্ত্র নিঃসন্দেহে দুর্বল হয়েছে। এর মাধ্যমে মানুষের আশা আকাক্সক্ষাকে আশাহত করা হয়েছে। তার উত্তরসূরি খালেদা জিয়া দেশের জাতীয়তাবাদী দর্শন-আদর্শকে ধারণ করে দীর্ঘকাল রাজনীতিতে আছেন। আজ তিনি কারাগারে। বিএনপি মহাসচিব বলেন, আজ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী। এই দিনটি জাতি সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করে। জিয়াউর রহমান তার স্বল্প রাজনীতিক জীবনে এই দেশের অগ্রগতির জন্য কাজ করেছেন। তিনি দেশের মৌলিক পরিবর্তন করেছিলেন, বাক-স্বাধীনতা দিয়েছিলেন এবং অর্থনীতিকে মুক্ত করেছিলেন। আজকে দুর্ভাগ্যের সঙ্গে দেখছি গণতন্ত্র হত্যা করা হয়েছে। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে সমগ্র দেশে দুঃশাসন কায়েম করা হয়েছে। জিয়ার মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, হাজার চেষ্টা করলেও জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে দূরে সরিয়ে দেয়া যাবে না। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন জিয়াউর রহমানকে মানুষ স্মরণ করবে। তার অনেকগুলো কারণের মধ্যে একটি প্রধান কারণ হলো একদলীয় শাসনের প্রেক্ষাপটে তিনি ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্প ॥ দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ড্যাব আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই, জাতীয় সংসদ নির্বাচনের নামে যে নাটক হয়েছে, অবিলম্বে সে নির্বাচনকে বাতিল করে, একটি নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নতুন নির্বাচন করে সত্যিকার অর্থেই জনগণের আকাক্সক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে পার্লামেন্ট গঠন করতে হবে। আজকের এই দিনে সেটাই হোক আমাদের লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৩টা পর্যন্ত দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন ড্যাবের চিকিৎসকরা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাব নেতা ডাঃ ফরহাদ হালিম ডোনার ও ডাঃ হারুন আল রশিদ উপস্থিত ছিলেন। মহানগর বিএনপির ইফতারসামগ্রী ও বস্ত্র বিতরণ ॥ দুপুরে বিএনপি মহাসচিব তেজগাঁওয়ের আরজত পাড়ায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন। আর বিকেলে পুরান ঢাকার নয়া বাজারে মহানগর কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া মাহফিল এবং ইফতার ও বস্ত্র বিতরণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
×