ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীদের হাতে ভোক্তা অধিকার কর্মকর্তা লাঞ্ছিত

প্রকাশিত: ০৯:০৬, ৩০ মে ২০১৯

 ব্যবসায়ীদের হাতে ভোক্তা অধিকার কর্মকর্তা লাঞ্ছিত

অনলাইন রিপোর্টার ॥ ভেজাল বিরোধী অভিযানে মৌলভীবাজারে ব্যবসায়ীদের হাতে লাঞ্চিত হলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। আজ বৃহস্পতিবার দুপুরে ভেজালবিরোধী অভিযান চালার সময় এ ঘটনা ঘটে। মৌলভীবাজারের কয়েকটি মার্কেটে অভিযান চালিয়ে, দেশি পণ্যে বিদেশি স্টিকার, অস্বাভাবিক দামে পণ্য বিক্রিসহ নানা অনিয়ম খুজে পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর ভ্রাম্যমান আদালত। এসব অপরাধে দোকান মালিকদের জরিমানা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল-আমিনকে জিম্মি করে মারধর করেন ব্যবসায়ীরা। খবর পেয়ে পুলশি ঘটনাস্থলে গিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্ধার করে।
×