ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নিলেন মোদি

প্রকাশিত: ০৮:৩৮, ৩০ মে ২০১৯

 দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নিলেন মোদি

অনলাইন ডেস্ক ॥ ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর দ্বিতীয় দফায় দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, থাইল্যান্ড ও মিয়ানমারের রাষ্ট্র এবং সরকার প্রধান। প্রায় ২৯ টি দেশের শুভেচ্ছা দূত অনুষ্ঠানে হাজির ছিলেন। তাদের পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেন ৮ হাজার আমন্ত্রিত অতিথি। বিশ্বের সবচেয়ে সব গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে যাত্রা শুরুর দিনে, প্রথমেই জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭ টায় দিল্লির রাজঘাটে যান বিজেপি নেতা নরেন্দ্র মোদি। ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহাত্মা গান্ধী মেমোরিয়ালে। এরপর তিনি যান, নিজ দলের সাবেক প্রধানমন্ত্রী বিজেপি নেতা অটল বিহারি বাজপেয়ির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। এসময় মোদির সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, রবি শঙ্কর, স্মৃতি ইরানিসহ দলের শীর্ষস্থানীয় নেতারা। সেখান থেকে মোদি ইন্ডিয়া গেটের কাছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যান বিভিন্ন যুদ্ধে প্রাণ দেয়া শহীদদের শ্রদ্ধা জানাতে।
×