ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৯০ রান করলেই আরও একটি নতুন রেকর্ডের করবেন আমলা ৯০ রান করলেই আরও একটি নতুন রেকর্ডের করবেন আমলা

প্রকাশিত: ০৫:৪৬, ৩০ মে ২০১৯

 ৯০ রান করলেই আরও একটি নতুন রেকর্ডের করবেন আমলা  ৯০ রান করলেই আরও একটি নতুন রেকর্ডের করবেন আমলা

অনলাইন ডেস্ক ॥ বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধ শুরু আজ। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। আর এই ম্যাচেই দক্ষিণ আফ্রিকার ওপেনার হাসিম আমলা ভেঙে দিতে পারেন বিরাট কোহলির রেকর্ড। একদিনের ক্রিকেটে দ্রুততম ৮০০০ রানের রেকর্ড রয়েছে বিরাট কোহালির। আমলা মাত্র ৯০ রান পিছিয়ে রয়েছেন কোহলির থেকে। বিশ্বকাপে আয়োজক দেশ ইংল্যান্ডের বিরুদ্ধে আজই কি আমলা এই রেকর্ড ভাঙতে পারবেন? এই প্রশ্নেই সরগরম ইংল্যান্ড। যদি তা সম্ভব হয়, তা হলে কোহালির চেয়ে ৪টি ইনিংস আগেই মাইলস্টোন পেরোবেন দক্ষিণ আফ্রিকান ডানহাতি। ১৭৫টি ইনিংসে কোহলির এই রেকর্ড রয়েছে। অন্য দিকে ১৭১টি ইনিংস খেলা আমলা এই মুহূর্তে বিরাটের থেকে ৯০ রান পিছিয়ে রয়েছেন। এখনও পর্যন্ত দ্রুততম ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০, ৬০০০, ৭০০০ রানের রেকর্ড রয়েছে আমলার ঝুলিতে। আট হাজার রানের গণ্ডি পেরোলে তিনি হবেন চার নম্বর প্রোটিয়া তারকা যিনি ওয়ান ডেতে এই রান করলেন। এর আগে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, হার্শেল গিবস, এ বি ডেভিলিয়ার্সও আট হাজারের গণ্ডি পেরিয়েছেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×