ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদের বোনাস থেকে বঞ্চিত বিটিভি ‘র অস্থায়ী কর্মচারীরা

প্রকাশিত: ০৫:২৭, ৩০ মে ২০১৯

 ঈদের বোনাস থেকে বঞ্চিত বিটিভি ‘র অস্থায়ী কর্মচারীরা

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) অস্থায়ী কর্মরত কর্মচারীদের কোন ধর্মীয় উৎসবের বোনাস দেওয়া হয় না এবং চাকরী থেকে অবসর নেওযার পর তাদের জন্য এককালীন কোন সুয়োগ সবিধা পাবে কিনা তারও কোন নিশ্চয়তা নেই। রাষ্ট্রয়াত্ত্ব এই প্রতিষ্ঠানটিকে সচল রাখতে অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত ২৫৪জনকে নতুন পদ সৃষ্টি করে নিয়মিত করার নিমিত্ত্বে গত সরকারের আমলে সুপারিশ করে সংসদীয় কমিটি। একসঙ্গে এই রাষ্ট্রয়াত্ত্ব এই প্রতিষ্ঠানটিতে কর্মরত অস্থায়ী কর্মচারীর বেতন-ভাতা ও সম্মানী সামঞ্জস্যপূর্ণভাবে বাড়ানোর সুপারিশ করায় হয়। বিগত আওয়ামী লীগ সরকারে সময়ে সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করার হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ। তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু ও সাইমুম সরওযার কমলও উপস্থিত ছিলেন।
×