ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোহলির মোম মূর্তি উন্মোচিত হল লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে

প্রকাশিত: ০২:২৪, ৩০ মে ২০১৯

কোহলির মোম মূর্তি উন্মোচিত হল লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে

অনলাইন ডেস্ক ॥ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উৎসবে শামিল মাদাম তুসো জাদুঘরও। এই উপলক্ষে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির একটি মোম মূর্তি বুধবার উন্মোচিত হল লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে। দর্শকরা ৩০ মে থেকে ১৫ জুলাই এই মোম মূর্তি দেখার সুযোগ পাবেন লন্ডনে মাদাম তুসোর জাদুঘরে। বিশ্বকাপে যা অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট দলের জার্সি এবং তাঁর জুতো ও গ্লাভসেই দেখা যাবে বিরাটের এই মূর্তি। বিরাট নিজেই দান করেছেন তাঁর জুতো ও গ্লাভস। আজ বৃহস্পতিবার থেকে জাদুঘরে ইউসেইন বোল্ট, মো ফারহা এবং সচিন টেন্ডুলকরের মূর্তির পাশাপাশি দেখা যাবে বিরাটের মূর্তি। ‘‘আগামী কয়েক সপ্তাহে ক্রিকেট জ্বরে আক্রান্ত হবে গোটা দেশ। তাই আমাদের নতুন মূর্তি অর্থাৎ বিরাট কোহলির মূর্তি উন্মোচন করার এর চেয়ে ভাল সময় আর হয় না। আশা করছি, আমাদের ক্রিকেট সমর্থকরা শুধু মাঠে নয়, মাদাম তুসো জাদুঘরে তাদের নায়ক বিরাটকে দেখার অভিজ্ঞতা উপভোগ করবে,’’ বলেছেন লন্ডনে মাদাম তুসো জাদুঘরের জেনারেল ম্যানেজার স্টিভ ডেভিস। ক্রিকেট নিয়ে উৎসাহীদের লন্ডনে এই জাদুঘর থেকে ২০ মিনিটের হাঁটাপথ পেরিয়ে লর্ডস মাঠের টুর করারও সুযোগ থাকছে। ঐতিহাসিক এই মাঠে এ বার ফাইনাল-সহ পাঁচটি বিশ্বকাপ ম্যাচ আয়োজিত হবে। ভারতের বিশ্বকাপে প্রথম ম্যাচ ৫ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লর্ডস স্টেডিয়ামের এক কর্তা আবার বলেছেন, ‘‘ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে বিরাট কোহলির মূর্তি উন্মোচনের জন্য লর্ডসই আদর্শ জায়গা। ক্রিকেটের উৎসব শুরু হয়ে গিয়েছে। হাজার হাজার ক্রিকেট উৎসাহী লর্ডসের টুর করছেন। মাদাম তুসো জাদুঘরে কোহলির মতো বিখ্যাত ব্যাটসম্যানের মূর্তি যে কোনও ক্রিকেট প্রেমীকে আনন্দ দেবে।’’
×