ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তৃতীয়পর্বে স্টিফেন্স-মুগুরুজা

প্রকাশিত: ১০:১৬, ৩০ মে ২০১৯

  তৃতীয়পর্বে  স্টিফেন্স-মুগুরুজা

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন গারবিন মুগুরুজা এবং স্লোয়ানে স্টিফেন্স। টুর্নামেন্টের দ্বিতীয়পর্বেও জয়ের দেখা পেয়েছেন তারা। স্প্যানিশ টেনিস তারকা মুগুরুজা বুধবার দ্বিতীয়পর্বের ম্যাচে ৬-৪ এবং ৬-১ গেমে পরাজিত করেন জোহানা লারসনকে। দিনের আরেক ম্যাচে স্লোয়ানে স্টিফেন্স কঠিন লড়াইয়ের পর ৬-১ এবং ৭-৬ (৩) গেমে পরাজিত করেন মুগুরুজারই স্বদেশী সারা সোরিবেস টোর্মোকে। এর আগে মঙ্গলবার জয় দিয়েই ফ্রেঞ্চ ওপেনের মিশন শুরু করেছেন বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় নাওমি ওসাকা এবং রোমানিয়ার সিমোনা হ্যালেপ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হ্যালেপ। গত মৌসুমে এই রোঁলা গ্যাঁরোর শিরোপা দিয়েই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন পূরণ করেন তিনি। মঙ্গলবার প্রথম রাউন্ডের ম্যাচে কঠিন লড়াইয়ের পর ৬-২, ৩-৬ এবং ৬-১ গেমে পরাজিত করেন এ্যাজলা তোমলজানোভিচকে। আর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নাওমি ওসাকা প্রথম সেট হেরেও শেষ পর্যন্ত ০-৬, ৭-৬ (৪) এবং ৬-১ গেমে পরাজিত করেন আনা ক্যারোলিনা চিমিয়েদলোভাকে। বিশ্ব টেনিসে গত এক দশকেরও বেশি সময় ধরে দেখা যায় সেরেনা-শারাপোভা-আজারেঙ্কাদের রাজত্ব। কিন্তু গত ছয় মাসে টেনিসে বিস্ময় হয়ে আসেন নাওমি ওসাকা। শুরুটা করেন ইউএস ওপেন জিতে। সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতে বাজিমাত করেন তিনি। এরপর মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেও চ্যাম্পিয়ন হন ওসাকা। সেই সঙ্গে টানা দুই গ্র্যান্ডস্লাম জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি। পাশাপাশি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করেন জাপানের তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়। যে কারণে ফ্রেঞ্চ ওপেনেও এবার ফেবারিটের তকমাটা গায়ে মাখানো তার। যদিওবা ক্লে-কোর্টে এখন পর্যন্ত নিজের ঝলক দেখাতে পারেননি তিনি। কিন্তু কষ্টের জয় দিয়েই রোঁলা গ্যাঁরোর মিশন শুরু করেছেন ওসাকা। এমন ম্যাচের অনুভূতি কেমন? ম্যাচের শেষে তা জানিয়েছেন ২১ বছরের এই তরুণী। তিনি বলেন, ‘আমার মনে হয়, সমগ্র জীবনে খেলা এটাই সবচেয়ে নার্ভাস হওয়া ম্যাচ। আমার মনে হয়, প্রথম সেটেই আপনারা দেখেছেন। আক্ষরিক অর্থে কোর্টে কোন বলেই হিট করতে পারছিলাম না আমি। তারপরও শেষ পর্যন্ত জয় নিয়েই কোর্ট ছেড়েছি। এটা খুব আনন্দের।’ ওসাকা এ সময় আরও বলেন, ‘এবারই প্রথম কোন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে এক নম্বর হয়ে খেলছি। শেষ দুটি (মেজর) টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছি আমি। যে কারণে জয়ের বিকল্প কোন ভাবনাই ছিল না আমার। তাছাড়া চাত্রিয়েরে এর আগে কখনই খেলিনি। এখানে এটাই আমার প্রথম ম্যাচ।’ আজ আবারও কোর্টে নামবেন ওসাকা। এবার আরও বড় পরীক্ষা দিতে হবে তাকে। প্রতিপক্ষ যে ভিক্টোরিয়া আজারেঙ্কা। বেলারুশ সুন্দরী ইতোমধ্যেই দুটি গ্র্যান্ডস্লাম জিতেছেন। দুটিই আবার অস্ট্রেলিয়ান ওপেনে। টেনিস কোর্টে যথেষ্ট অভিজ্ঞতাও রয়েছে তার। শুধু তাই নয়, প্যারিসেও এবার দুর্দান্ত শুরু করেছেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় নিজের প্রথম রাউন্ডের ম্যাচে পরাজিত করেন টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কোকে। এই মুহূর্তে র‌্যাঙ্কিংয়ের ৪৩ নম্বরে থাকা আজারেঙ্কা প্রথম রাউন্ডে ৬-৪, ৭-৬ (৭/৪) গেমে পরাজিত করেন ওস্টাপেঙ্কোকে। তবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ আজ সিমোনা হ্যালেপের। রোমানিয়ান তারকা সিমোনা হ্যালেপ খেলবেন অখ্যাত মাগদা লিনেত্তের। এদিকে তৃতীয় রাউন্ডে মুগুরুজাকেও অগ্নিপরীক্ষা দিতে হবে। খেলতে হবে এলিনা সিতলিনার বিপক্ষে। টুর্নামেন্টের নবম বাছাই সিতলিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে হয়নি। ইনজুরির কারণে তার প্রতিপক্ষ ক্যাটেরিনা কোজলোভা ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেন। যে কারণেই তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত হয়ে যায় সিতলিনার। তৃতীয় রাউন্ডে স্লোয়ানে স্টিফেন্স খেলবেন পোলোনা হার্কোগের বিপক্ষে।
×