ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ৭৯০ গাড়ি কেনা হচ্ছে

প্রকাশিত: ০৯:৫১, ৩০ মে ২০১৯

 পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ৭৯০ গাড়ি কেনা হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সক্ষমতা বৃদ্ধিতে পুলিশের জন্য ৪০৮ কোটি টাকা ব্যয়ে ৭৯০ গাড়ি কেনা হচ্ছে। এর মধ্যে ১৪০ এসইউভি (জিপ) এবং ৬৫০ ডাবল কেবিন পিকআপ। এ সংক্রান্ত দুটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে থাকায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, চলতি ২০১৮-১৯ অর্থবছরে ‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকার যানবাহন ও যন্ত্রপাতি ক্রয়’ শীর্ষক প্রকল্পের আতওতায় অপারেশনাল কাজে ব্যবহারের জন্য ১৪০ এসইউভি (জিপ) ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। ১২৬ কোটি টাকা ব্যয়ে এসব গাড়ি সরবরাহ করবে সরকারী প্রতিষ্ঠান প্রগতি। প্রতিটি জিপের দাম পড়বে ৯০ লাখ টাকা। তিনি বলেন, কমিটি অন্য একটি ক্রয় প্রস্তাবের মাধ্যমে একই প্রকল্পের আতওতায় অপারেশনাল কাজে ব্যবহারের জন্য ৬৫০ ডাবল কেবিন পিকআপ ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। ২৮১ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা ব্যয় এসব গাড়ি সরবরাহ করবে র‌্যাংগস লিমিটেড। সে হিসেবে প্রতিটি পিকআপের দাম পড়বে ৪৩ লাখ ৩৭ হাজার টাকা। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে পরামর্শক নিয়োগ ॥ যানজট নিরসনে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এবার এ প্রকল্পের জন্য পরামর্শকও নিয়োগ দেয়া হলো। স্পেনের টেকনিকা দক্ষিণ কোরিয়ার ডিএএইচডবিল্ডএ ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট ডিজাইন কোম্পানি লিমিটেড যৌথভাবে পরামর্শ দেবে। এ জন্য সরকারের ব্যয় হবে ২৮১ কোটি ৯৭ লাখ টাকা। অতিরিক্ত সচিব জানান, বৈঠকে কুমিল্লা জোনের নোয়াখালী সড়ক বিভাগাধীন ‘কুমিল্লা নোয়াখালী (বেগমগঞ্জ) আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের একটি প্যাকেজের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে। ২৭২ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে এ প্যাকেজটি বাস্তবয়নে কাজ পেয়েছে যৌথভাবে তাহের ব্রাদার্স, ঢাকা বিল্ডার্স এবং হাসান বিল্ডার্স। উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তারা পাচ্ছেন জিপ গাড়ি ॥ স্বাস্থ্য অধিদফতরের উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা গাড়ি পাচ্ছেন। তাদের জন্য ১৬৮ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ২৯৭ জিপ গাড়ি কিনছে সরকার। প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছে ৫৬ লাখ ৮৩ হাজার টকা। এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অতিরিক্ত সচিব জানান, বৈঠকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে সৌদি আরবের ‘সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন’ থেকে প্রথম লটের ২৫ হাজার টন ব্যাগড গ্রিল্ড ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রতিটনের দর ২৮২ ডলার হিসেবে এতে মোট ব্যয় হবে ৫৯ কোটি ৫৭ লাখ টাকা। তিনি জানান, চুক্তি অনুযায়ী সৌদি প্রতিষ্ঠান থেকে ৩ লাখ ৫ হাজার টন সার আমদানি করা হবে এবং প্রয়োজনে আরও অতিরিক্ত ১ লাখ টন সার আনা যাবে।
×