ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রথম আদিবাসী মন্ত্রী

প্রকাশিত: ০৯:৫১, ৩০ মে ২০১৯

 প্রথম আদিবাসী মন্ত্রী

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো কোন আদিবাসী মন্ত্রী হলেন। দেশটির আদিবাসীদের জন্য গঠিত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। এ সপ্তাহে অস্ট্রেলিয়ার আদিবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব পান কেন ওয়াট। ঐতিহাসিক এ পদক্ষেপের মধ্য দিয়ে এই প্রথম কোন আদিবাসী অস্ট্রেলিয়ার মন্ত্রিসভায় জায়গা পেলেন। গত ১৮ মে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে অনেকটা অপ্রত্যাশিতভাবেই আবারও ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী স্কট মরিসনের দল লিবারেল পার্টি ও ন্যাশনাল পার্টি জোট। সোমবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন মরিসন। যেখানে ৬৬ বছরের রক্ষণশীল এমপি ওয়াটের নাম দেখে উল্লাসে ফেটে পড়েন দেশটির আদিবাসীরা। প্রথমবারের মতো আদিবাসী জনগোষ্ঠী থেকে মন্ত্রী নির্বাচিত হওয়া ওয়াটের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ। এ্যাবরিজিনাল বা আদিবাসীদের স্বীকৃতি এবং সমাধিকার দেয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বড় ধরনের বিতর্ক আছে। ২০১০ সালে প্রথম আদিবাসী হিসেবে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন ওয়াট। তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটি আসন থেকে জয়লাভ করেন। ওয়াট ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিমের ‘নুয়া’ জনগোষ্ঠীর সদস্য। আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক পরে তিনি পার্লামেন্টে নিজের প্রথম ভাষণ দিয়েছিলেন। -ইয়াহু নিউজ
×