ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নিখুঁত ফটোগ্রাফি

প্রকাশিত: ০৯:৫০, ৩০ মে ২০১৯

 নিখুঁত ফটোগ্রাফি

কয়েকবার চেষ্টার পর হয়ত একটা মনের মতো ছবি উঠানো যায়। অনেক সময় প্রথম ক্লিকেই উঠে যায় দারুণ ছবি। তবে বেশিরভাগ ক্ষেত্রে একজন আলোকচিত্রীকে ছবি শিকার করতে হয়। একটা ভাল ছবি তোলার জন্য সময় দিতে হয়। আলোকচিত্রীকে সব সময় নিজের পছন্দের মুহূর্তটি ক্যামেরাবন্দীর ধান্দায় থাকেন। তবে সময় ও পরিস্থিতি তাতে বাধা হয়ে দাঁড়ায়। তেমনি এক আলোকচিত্রীর ইচ্ছে ছিল শিকারের অপেক্ষায় থাকা ঈগলকে ক্যামেরায় বন্দী করা। দীর্ঘদিন অপেক্ষার পর ছবিটা তুলতে পেরেছেন তিনি। তবে এর জন্য পোড়াতে হয়েছে অনেক কাঠ-খড়। কানাডিয়ান আলোকচিত্রী স্টিভ বায়রো। সম্প্রতি তার তোলা একটি ঈগলের ছবি ইন্টারনেট জগতে ভাইরাল হয়েছে। ছবিটি তোলার জন্য রীতিমতো প্রশংসায় ভাসছেন তিনি। ছবিটিতে দেখা যায়, ধারাল হলুদ-কমলাটে ঠোঁট, একজোড়া চোখ। তীক্ষ্ম তার নজর। শিকার ধরার লক্ষ্যে নিবিষ্ট সে। দুই পাশে বিশাল ডানা মেলে এক্ষুণি যেন পানিতে ডুব দেবে। ছোঁ মেরে তুলে আনবে দীর্ঘক্ষণ টার্গেটে রাখা শিকার। এমনই অবস্থায় ঈগলটিকে ক্যামেরাবন্দী করেন স্টিভ। নিখুঁত ফটোগ্রাফি যেটাকে বলা হয়, এ ছবিটা ঠিক তাই। -ইয়াহু নিউজ
×