ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাউবোর সব নির্বাহী প্রকৌশলীকে ঈদে নিজ কর্মস্থলে থাকার নির্দেশ

প্রকাশিত: ০৯:৪৯, ৩০ মে ২০১৯

 পাউবোর সব নির্বাহী প্রকৌশলীকে ঈদে নিজ কর্মস্থলে থাকার নির্দেশ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আসন্ন বর্ষা মৌসুমে বন্যা মোকাবেলায় বোর্ডের মাঠ পর্যায়ের নির্বাহী প্রকৌশলীদের আসন্ন ঈদে স্ব-স্ব কর্মস্থলে বাধ্যতামূলকভাবে অবস্থান করার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার বোর্ডের মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমান নির্দেশিত এক আদেশে এ তথ্য জানানো হয়। নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য বাংলাদেশ পানি উন্নয়নে বোর্ডের মাঠ পর্যায়ের প্রকৌশলীকে সার্বক্ষণিক সতর্কতা নিষ্ঠার দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে। এছাড়া জরুরী প্রয়োজনে সংশ্লিষ্ট জোনের প্রধান প্রকৌশলী বা তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণও নিজ নিজ কর্মস্থলে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে বলা হয়েছে। একান্ত অত্যাবশ্যকীয় ক্ষেত্রে কর্মকর্তাগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট অতিরিক্ত মহাপরিচালক এর অনুমোদনক্রমে ছুটি নিতে পারবেন। -বিজ্ঞপ্তি।
×