ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের কমিটি থেকে ১৯ পদ শূন্য ঘোষণা ॥ তালিকা প্রকাশ না করায় ক্ষোভ

প্রকাশিত: ০৯:৩৪, ৩০ মে ২০১৯

 ছাত্রলীগের কমিটি থেকে ১৯ পদ শূন্য ঘোষণা ॥ তালিকা প্রকাশ না করায় ক্ষোভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ছাত্রলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি থেকে প্রাথমিকভাবে প্রাপ্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ১৯ পদ শূন্য ঘোষণা করা হয়েছে। তবে তালিকা প্রকাশ না করায় এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। কমিটিতে পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতারা বলছেন, এটাকে শুভঙ্করের ফাঁকি বললেও কম বলা হবে। বুধবার ঢাকা বিশ^বিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থানরত ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-নেত্রীরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক বিএম লিপি, ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত, কবি জসীমউদ্দীন হল ছাত্রলীগের সভাপতি সাহেদ আলী, ছাত্রলীগ নেতা রাকীব হাসান প্রমুখ। লিখিত বক্তব্যে বিগত কমিটির প্রচার সম্পাদক সাইফ বাবু বলেন, প্রায় শ’খানেক বিতর্কিত নেতার নাম প্রকাশ করা হলেও সরানো হয়েছে মাত্র ১৯ জন। বরাবরের মতোই এবারও একটা ‘কিন্তু’ তারা রেখে দিয়েছে। তবে এই পদক্ষেপ প্রমাণ করে আমাদের দাবি ও আন্দোলন গুরুত্বহীন নয়। তিনি প্রশ্ন রাখেন, ১৯ পদ শূন্য ঘোষণা করা হয়েছে কিন্তু কোন ১৯ পদ? সেই পদে কারা ছিল? আবার দোষীদের সরাতে গিয়ে কোন নিরপরাধ ব্যক্তিকে সাজা দেয়া হয়নি তো? এটি একেবারেই অস্পষ্ট ও ভ্রান্ত ধারণা। এর কোন কার্যকারিতা নেই। এখনও যে যার মতো বহাল আছে। তিনি অবিলম্বে ১৯ জনের নাম ও পদের বিষয়টি স্পষ্ট করার দাবি রাখেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগের ১৯ পদ শূন্য ঘোষণা করা হলো।
×