ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কমিউনিস্ট নেতা সৈয়দ আবু জাফরকে সর্বস্তরের শ্রদ্ধা

প্রকাশিত: ০৯:৩৪, ৩০ মে ২০১৯

 কমিউনিস্ট নেতা সৈয়দ আবু  জাফরকে সর্বস্তরের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার ॥ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, ভালবাসা আর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের চোখের জলে শেষ বিদায় জানানো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সৈয়দ আবু জাফর আহমেদকে। বুধবার রাজধানীর পুরানা পল্টনের সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে তার লাশ আনা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী-পেশা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তিবর্গ প্রয়াত নেতার মরদেহে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে। পরে গাড়িবহর তার জন্মভূমি মৌলভীবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। আগামী শনিবার তার লাশ দাফন করা হবে। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সৈয়দ আবু জাফর আহমেদ অত্যন্ত বিনয়ী ও সজ্জন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। কিন্তু আদর্শ ও নীতির প্রশ্নে ছিলেন বর্জ্য কঠোর মনোভাবাপন্ন। তিনি আরও বলেন, বিলোপপন্থীদের পার্টি ধ্বংসের চেষ্টা মোকাবেলা থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি বলয় গড়ে তোলার কাজে সিপিবির শীর্ষ নেতা হিসেবে তিনি আমৃত্যু বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা এবং চারিত্রিক দৃঢ়তার কারণে পার্টির নীতি ও আদর্শ এবং রাজনৈতিক লাইন বাস্তবায়নের ক্ষেত্রে তিনি আপোসহীন ও ধারাবাহিক ভূমিকা পালনে সক্ষম হয়েছেন। সেলিম আরও বলেন, আবু জাফর আহমেদের লড়াইয়ের রক্ত পতাকাকে উর্ধে তুলে রাখবে এবং তার শোষণমুক্তি অভিমুখী সংগ্রামকে অগ্রসর করে নেবে। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ অন্যরা।
×