ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ, ঢামেকে দুদকের অভিযান

প্রকাশিত: ০৯:৩৩, ৩০ মে ২০১৯

 অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ, ঢামেকে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। এমআরআই ও সিটি স্ক্যান করতে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। এছাড়া কক্সবাজার, খাগড়াছড়ি, পিরোজপুর ও সাতক্ষীরায় আরও চারটি অভিযান চালানো হয়েছে। বুধবার এসব অভিযান চালানো হয় বলে জানান দুদক উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম অভিযান চালায় ঢামেক হাসপাতালে। অভিযানের সময় সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে এমআরআই ও সিটি স্ক্যান করার জন্য নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায়ের তথ্য জানতে পারে দুদক টিম। প্রণব কুমার ভট্টাচার্য জানান, হাসপাতালে দায়িত্বপালনরত আনসার সদস্যরা এই অনিয়মের সঙ্গে জড়িত বলে প্রমাণও মেলে। পরে বিষয়টি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এ কে এম নাসির উদ্দিনকে জানানো হয়। ঘুষ, অনিয়মের সঙ্গে জড়িত আনসারদের দ্রুত বদলি করা হবে বলে জানান হাসপাতাল পরিচালক। এদিকে কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায় বাঁকখালী নদী দখল হচ্ছে-এমন অভিযোগ পেয়ে অভিযান চালায় দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক রতন কুমার দাস। অভিযানের সময় অভিযোগের সত্যতা পায় দুদক। দখলের সঙ্গে জড়িত একজনকে শনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসক কামাল হোসেনকে অনুরোধ জানানো হয়। বাঁকখালী নদী দখল মুক্ত করতে ঈদের পরে অভিযান হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এছাড়া পিরোজপুরের নাছেরাবাদ শিক্ষা অফিসে, সাতক্ষীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুষ, দুর্নীতি, অনিয়মের অভিযোগে দুদকের পৃথক টিম অভিযান চালায়।
×