ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় এক জনের মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৯:২৫, ৩০ মে ২০১৯

 নারায়ণগঞ্জে স্বর্ণ  ব্যবসায়ী হত্যা  মামলায় এক জনের মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আলোচিত স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষ হত্যা মামলার প্রধান আসামি পিন্টু দেবনাথকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় আরেক আসামি বাপেন ভৌমিক বাবুকে সাত বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অন্য আসামি মামুন মোল্লাকে খালাস দেয়া হয়েছে। বুধবার দুপুর দেড়টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমান এ রায় ঘোষণা করেন। উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ জুন বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন কালিরবাজারে স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষ। এ ঘটনার পর স্বর্ণ ব্যবসায়ীর প্রবীর ঘোষের ছোট ভাই বিপ্লব ঘোষ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের তিনদিন পর প্রবীর ঘোষের ব্যবহৃত মোবাইল থেকে বিপ্লব ঘোষের মোবাইল ফোনে এক কোটি টাকা মুক্তিপণ চেয়ে একটি মেসেস পাঠায়। পরে জেলা গোয়েন্দা পুলিশ ওই মেসেজের সূত্র ধরে ওই বছরের ৯ জুলাই পিন্টু দেবনাথের স্বর্ণের দোকানের কর্মচারী বাপেন ভৌমিককে কালিরবাজার থেকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী প্রবীর ঘোষের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে এবং প্রবীর ঘোষের বন্ধু পিন্টু দেবনাথকে গ্রেফতার করে। পরে তার দেখানো মতে আমলাপাড়া পিন্টু দেবনাথ যে বাসায় ভাড়া থাকতো ঠা-ু মিয়ার বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে পলিথিনের ব্যাগে ভরা পাঁচ টুকরা মরদেহ উদ্ধার করা হয়। তার পরের দিন ওই বাসার পেছনের বাড়ির গলি থেকে আরও দুই টুকরা উদ্ধার করা হয়।
×