ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে ট্রেনের ফিরতি টিকেট বিক্রি শুরু ॥ এ্যাপসে বিভ্রাট

প্রকাশিত: ০৯:২০, ৩০ মে ২০১৯

 রাজশাহীতে ট্রেনের ফিরতি টিকেট বিক্রি শুরু ॥ এ্যাপসে বিভ্রাট

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে শুরু হয়েছে ট্রেনের ঈদ ফিরতি টিকেট বিক্রি। শুরুর দিন বুধবার দেয়া হচ্ছে ৭ জুনের টিকেট। আগামী ২ জুন পর্যন্ত অগ্রীম টিকেট বিক্রি চলবে। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে টিকেটের জন্য সোমবার সন্ধ্যা থেকেই রাজশাহী রেলওয়ে স্টেশনে অবস্থান নেয় বহু যাত্রী। তারা স্টেশনের টিকেট কাউন্টারের সামনেই শুয়ে-বসে রাত পার করেছেন। অনেকে আবার সেহরির পর থেকে স্টেশনে ভিড় করছেন। ঈদ ফিরতি যাত্রায় ভোগান্তি এড়াতে ও কাজের জন্য অফিসে ফিরতে প্রথম দিনের টিকেট নিতে এসেছে যাত্রীরা। রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট আবদুল করিম জানান, টিকেট বিক্রি শুরু হয়েছে সকাল নয়টা থেকে। ৬ জুন ঈদের দিন ধরে রাজশাহী থেকে ঢাকা, খুলনা, পার্বতিপুরসহ বিভিন্ন রুটের ৭ জুনের টিকেট দেয়া হয়েছে। এভাবে ২ জুন পর্যন্ত ফিরতি টিকেট বিক্রি চলবে। তিনি আরও জানান, বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসসহ ঢাকার উদ্দেশ্যে চারটি ট্রেনের টিকেট পাবেন যাত্রীরা। যাত্রীদের নির্বিঘ্নে টিকেট দিতে ও কালোবাজারি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। মোট টিকেটের অর্ধেক ‘রেলসেবা’ নামে এ্যাপস থেকে আর বাকি টিকেট বিক্রি হবে কাউন্টার থেকে। এদিকে, বুধবার সকালে রেলওয়ে স্টেশনে গিয়ে লক্ষ্য করা যায়, স্টেশন চত্বরে নারী-পুরুষের দীর্ঘ লাইন। তাদের কেউ আগের দিন রাতে আবার কেউ ভোরে এসে লাইনে দাঁড়িয়েছেন। অধিকাংশ মানুষই টিকেটের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। ঢাকার মতো এখানেও ‘রেল সেবা’ এ্যাপসে কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে যাত্রীদের নির্বিঘ্নে টিকেট দিতে ও কালোবাজারি ঠেকাতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।
×