ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈদের নাটক টেলিভিশন থেকে ইউটিউবে

প্রকাশিত: ০৯:১৩, ৩০ মে ২০১৯

 ঈদের নাটক টেলিভিশন থেকে ইউটিউবে

কয়েক বছর আগেও টিভি নাটকের বেশ কদর ছিল। টিভিতে নাটক দেখার জন্য মানুষ অপেক্ষা করত। বলতে গেল সে স্মৃতি এখন নিকট অতীত! তথ্যপ্রযুক্তির অগ্রগতির পাশাপাশি বিনোদনেও নতুন নতুন মাত্রা যোগ হয়েছে। সময়ের পরিক্রমায় টিভি নাটক এখন অস্তমিত সূর্য! সাম্প্রতিক সময়ে নাটক দেখার মাধ্যম হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন অনলাইন মাধ্যম। বিশেষ করে ইউটিউব। টেলিভিশনের পরিবর্তে সবাই ঝুঁকছে ইউটিউবে নাটক দেখার জন্য। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সময়ের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের দেখা মিলছে সেই সব ওয়েব সিরিজে এবং নাটকে। তবে ওয়েব সিরিজে মানহীনের অভিযোগ রয়েছে। তাই ইউটিউবের জন্য সেন্সর এখন সময়ের দাবি। জানা গেছে, এবারের ঈদে ইউটিউবের জন্য শ-খানেক নাটক নির্মিত হয়েছে। তাই বলা চলে টেলিভিশনের তুলনায় এবার ইউটিউবের দখলে থাকবে নাটক। অনেক নির্মাতার দাবি টেলিভিশনের চেয়ে ইউটিউবের জন্য নাটক নির্মাণ এখন লাভজনক। জাকিয়া বারী মম।টেলিভিশন মিডিয়ার অনেকেই এখন অনলাইন মাধ্যমেও অভিনয় করছেন। এ প্রবণতা আপনার কাছে কতটা ইতিবাচক মনে হয়? জবাবে বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান বলেন, আমাদের এখন কিছু করার নেই। সময় বদলে গেছে। সময়ের গতিতে মানুষ চলতে পছন্দ করেন। সময়ের যেটা প্রয়োজন, সময়ের দাবি সেটা মেনে নিতে হবে। সেটাকে বাধা দেয়া যাবে না। যখন যেটা আসবে সেটাই মেনে নিতে হবে। আবার কিছুদিন পর দেখা যাবে অন্য কিছু আসবে। তখন সেটাও গ্রহণ করতে হবে, এগুলো সময়ের দাবি। সময়ের চাহিদা মানা ছাড়া কোন উপয় নেই। দর্শকের বড় একটা অংশ নাটক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে-অভিযোগ, আপনি কি একমত? বিদেশী চ্যানেলের জন্য আমাদের ঘরের জানালা খুলে দিয়েছি। মানুষের জীবন এখন অনেক কঠিন হয়ে গেছে। সারাদিন ব্যস্ততার পরে দশ মিনিট নাটক দেখবে তবে সেখানে দেখা যায় সুরসুরি দেয়া নাটক। সেটাই আবার অনেকে দেখছে। কেউ একটু গভীরে যেতে চায় না। সমাজের সমস্যা, সম্পর্কের টানাপোড়েন দেখতে চায় না। এছাড়াও নানা কারণ রয়েছে। তারপরও বলব আমাদের নাটক অনেক ভাল হচ্ছে। অনেকের কর্মসংস্থান হয়েছে।
×