ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিফাত কান্তি সেন

ঈদের সিনেমা হল থেকে অন্তরজালে

প্রকাশিত: ০৯:১১, ৩০ মে ২০১৯

ঈদের সিনেমা হল  থেকে অন্তরজালে

ঈদের আনন্দ অনেকটা বাড়িয়ে দেয় নতুন ছবি। বহুকাল ধরেই ঈদ উৎসবে নতুন ছবি দেখে আনন্দে ভাসে সিনেমাপ্রেমীরা। আমাদের সংস্কৃতে ঈদ মানে খুশি। এই আনন্দের সঙ্গে সিনেমার সর্ম্পক এক নিবিড় বন্ধনে আবদ্ধ। ঈদ এলেই সিনেমাপ্রেমীদের নজর থাকত সিনেমা হলগুলোর দিকে। বর্তমানে সে দৃশ্যপট তেমন একটা দেখা যায় না। এক সময় প্রতি ঈদে কমপক্ষে সাত থেকে আটটা সিনেমা মুক্তি পেত। চলচ্চিত্রের সেই সোনালি দিনগুলো এখন আর নেই। ঢাকাই চলচ্চিত্রের বর্তমান অবস্থা এখন সঙ্কটাপন্ন! মানুষ এখন আর হলে গিয়ে ছবি দেখতে চায় না। অবশ্য এতে ছবির মান নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। হয়ত সেই ধারাবাহিকতায় এখন আর ছবি নির্মাণ করতে পারছে না নির্মাতারা। যে কারণে হলগুলোতে চলছে দর্শকখরা। দিনদিন নতুন চলচ্চিত্রের সংখ্যা কমছে। চলতি বছরে এখন পর্যন্ত উল্লেখযোগ্য ছবির দেখা পাওয়া যায় নি। ঈদ আসতে আর ক’দিনই বাকি। অন্যান্য বছরগুলোতে ছয়, সাতটি ছবি মুক্তির খবর জানা গেলেও এবার সে সংখ্যা নির্দিষ্ট করে এখনও বলা যাচ্ছে না। তবে শোনা যাচ্ছে প্রেক্ষাগৃহ এবং ডিজিটাল প্লাটফর্ম মিলিয়ে বেশ কিছু ছবি মুক্তি পেতে পারে। তবে হতাশার কথা হলো ঈদের ছুটিতে থাকবে বিশ^কাপ ক্রিকেটের প্রভাব। মানুষ এখন হল থেকে ডিজিটাল প্লাটফর্মের প্রতি বেশি আগ্রহী। এই ঈদে মুক্তি পাওয়ার সম্ভব্য তালিকায় আছে আবার বসন্ত, শাহেনশাহ, নোলক, পাসওয়ার্ড, গোয়েন্দাগিরি, ট্রাপডসহ বেশকিছু ওয়েভ সিরিজ। এরমধ্যে ‘শাহেনশাহ’ ছবিটি মুক্তি দিচ্ছে না প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। একইভাবে মুক্তির তালিকা থেকে বাদ পড়েছে জাজ মাল্টিমিডিয়ার ‘বেপরোয়া’। তবে সর্বশেষ দেখা যাচ্ছে তিনটি ছবির আশা এখনও বেঁচে আছে এগুলো হলো, মালেক আফসারীর পাসওয়ার্ড, শাকিব সনেটের ‘নোলক’ এবং অনন্য মামুনের ‘আবার বসন্ত’। গোয়েন্দাগিরি : এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে নাসিম সাহনিক পরিচালিত ছবি ‘গোয়েন্দাগিরি’। ছবিটি গত বছরের অক্টোবরে বিনা কর্তনে সেন্সর পায়। ছবিটির চিত্রনাট্য বেশ মনোমুগ্ধ করবে দর্শকশ্রোতাদের। একদল টিনএজ এর ছেলে-মেয়ে ছুটিতে বেড়াতে যাচ্ছে। তারা স্বপ্ন দেখে একদিন গোয়েন্দা হবে। তাদের কারও আইডল শার্লক হোমস, কারও ফেলুদা, কারও আবার জেমস বন্ড। ওই তরুণদের গোয়েন্দা হওয়ার স্বপ্নকে অবলম্বন করেই নির্মিত হয়েছে ‘গোয়েন্দাগিরি।’ . আবার বসন্ত এক অসম প্রেমের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র আবার বসন্ত। ভাবা যায় ষাট বছরের এক বৃদ্ধের সঙ্গে ২৫ বছর বয়সী এক নারীর প্রেমের গল্প। জীবনের ষাট বছর পেরিয়ে আবার বসন্তে ফেরার আকুতি যেন ধরা দিয়েছে জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খানের কণ্ঠে। তারিক আনামের প্রেমিকা অর্চিতা স্পর্শিয়া। অর্চিতা স্পর্শিয়ার বসন্তের খোঁজ করতে গিয়ে সমাজ-সন্তানের কাছে প্রতিনিয়ত অপমানিত হচ্ছেন তিনি। এমনকি যেতে যেতে ঘটনা গিয়ে ঠেকেছে ‘আদালত’ পর্যন্ত। বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে ষাটোর্ধ এ মানুষটির প্রশ্ন, ‘জীবনের উজ্জ্বল বসন্তগুলো আমার সন্তানদের দিয়েছি। এই শেষ বসন্তে এসে কেন আমি নিজের মতো করে বাঁচতে পারব না? পুরো গল্পটি সাজানো হয়েছে অনন্য মামুনের গল্প ও চিত্রনাট্যে। প্রোমোতে দেখা যায় অভিনেতা তারিক আনাম খানের একটি ডায়ালগ দিয়ে ছবিটির সূচনা হয়। অদ্ভুত আমার এ জীবন, সন্তানের ভবিষ্যত গড়া ছাড়া আমার আর কোন স্বপ্নই নেই।’ ধারণা করা হচ্ছে- এমন ব্যতিক্রমী সিনেমা ঢালিউডে এটাই প্রথম। পাসওয়ার্ড জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিনাকর্তনেই সেন্সর ছাড়পত্র পেয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত ছবি ‘পাসওয়ার্ড’। ঢালিউডের শীর্ষ তারকা খ্যাতি পাওয়া অভিনেতা শাকিব খানের তাই খুশির অন্ত নেই। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও করেছেন তিনি। গত রবিবার ছবিটি সেন্সর বোর্ড থেকে প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনুমতি পায়। ছবিটিতে যেমন আবেগ রয়েছে তেমনি রয়েছে রোমান্স। ছবিটি শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি। ছবিটি নিয়ে বেশ সংশয়ে ছিলেন তিনি কিন্তু এবার আর সংশয় নয়, সেন্সর বোর্ডের অনুমতি পাওয়ায় এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। পাসওয়ার্ড ছবিটি শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’ প্রযোজনা করেন। . ট্রাপড আবারও বলছি বর্তমান প্রযুক্তির যুগে মানুষ হলের চেয়ে ডিজিটাল মাধ্যমে সিনেমা দেখতে আগ্রহী। ইউটিউবে ছবি দেখতেই অনেকে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিভিন্ন এ্যাপসের মাধ্যমে। সৈকত নাসির ‘ট্রাপড’ ওয়েভ সিরিজটি পরিচালনা করেছেন। কাহিনি চিত্রনাট্য করেছেন আসাদ জামান। রোমান্টিক ঘরানার গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে। তরুণ সমাজ রোমান্সটাকে বেশি প্রাধান্য দেয় বলে ছবিটি এবার ঈদে বেশ দর্শক জনপ্রিয়তা পাবে বলে মনে করেন পরিচালক। এই ওয়েভ সিরিজটিতে দর্শক সিনেমার স্বাদ পাবেন। ১২ পর্বের এই সিরিজটি মুক্তি পাবে ‘সিনেস্পট’ স্ট্রিমিং এ্যাপে। নোলক : বিশাল বাজেটের ছবি নোলক। এতে অভিনয় করেছেন শাকিব খান, ববি। ভারতের হায়দরাবাদের রামুজী ফিল্মস্টুডিওতে চিত্র ধারণ করা হয়। রোমান্স, কমেডি, এ্যাকশন, ড্রামা সানপেন্স সবই রয়েছে ছবিটিতে। ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন কবি ফেরারী ফরহাদ।
×