ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্রিকেট নিয়ে ঈদের নাটক ‘বাইশ গজের ভালবাসা’

প্রকাশিত: ০৯:০৭, ৩০ মে ২০১৯

 ক্রিকেট নিয়ে ঈদের  নাটক ‘বাইশ গজের ভালবাসা’

স্টাফ রিপোর্টার ॥ চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। সেই ধারাবাহিকতায় রেজানুর রহমান এবার নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘বাইশ গজের ভালবাসা’। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ক্রিকেটকেই বিষয়বস্তু করে নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাভেদ ওমর বেলিম। আরও অভিনয় করেছেন রওনক হাসান, মিশু চৌধুরী, ড. মোহাম্মদ বারী, হাফিজুর রহমান সুরুজ, মাহবুবা রেজানুর, মিন্টু সরদার, উপন্যাস রহমানসহ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত বিভিন্ন নাট্য সংগঠনের একদল নিবেদিত কর্মী। নাটকটি ঈদের আগের দিন রাত ৭-৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে। নাটকের কাহিনীতে দেখা যাবে আকবর নামের একজন যুবক ভাড়ায় ট্যাক্সি চালায়। এটিই তার পেশা। ছোটবেলা থেকেই ক্রিকেটের ভক্ত। ক্রিকেটের ওপর পড়াশোনা করার জন্য বিকেএসপিতে ভর্তিও হয়েছিল। কিন্তু পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি বাবার হঠাৎ মৃত্যুর পর ক্রিকেট নিয়ে আর পড়াশোনা করা সম্ভব হয়নি। সাধারণ লাইনে পড়াশোনা করে সে। ডিগ্রী পাসের পর চাকরি না পেয়ে ট্যাক্সি চালানোকেই পেশা হিসেবে বেছে নেয় এবং এক সময় বিবাহ করে। ক্রিকেট খেলতে না পারলেও ক্রিকেটের প্রতি তার অগাধ ভালবাসা। বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডে খেলতে গেছে বাংলাদেশ। তাই নিয়ে তার মাঝে ব্যাপক উত্তেজনা শুরু হয়। হঠাৎ সে সিদ্ধান্ত নেয় ১৯৭১ গজের একটি জাতীয় পতাকা বানাবে। তার ধারণা বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতবেই। এবং বাংলাদেশ বিশ্বকাপে জিতলেই ঢাকায় সে এই পতাকাটা উড়াবে। কিন্তু এতবড় পতাকা বানাতে হলে তো অনেক টাকার দরকার। এই নিয়ে দেখা দেয় নানা সমস্যা। এরই মধ্যে আকবরের বড় বোনের অসুস্থ স্বামী ঢাকায় আসে এবং তার বাসায় ওঠে। ইতোমধ্যে এলাকার সবাই জেনে ফেলেছে আকবর ১৯৭১ গজের পতাকা বানাচ্ছে। কাজেই সে অনেক টাকার মালিক হয়েছে। কিন্তু বাস্তবতা হলো ঈদ উপলক্ষে পরিবারের জন্য যে বাড়তি খরচ করবে সে টাকাও আকবরের কাছে নেই। এই নিয়ে স্ত্রীর সঙ্গে আকবরের মনোমালিন্য দেখা দেয়। হঠাৎ-ই নিজের ট্যাক্সিতে ২ লাখ ৬৫ হাজার টাকার একটি প্যাকেট ও একটি মোবাইল ফোন পায় আকবর। এবার কি করবে আকবর? এই টাকা দিয়ে কি পতাকা বানাবে? নাকি বোনের স্বামীর চিকিৎসা করাবে? একে একে ঘটতে থাকে রুদ্ধশ্বাসপূর্ণ নানা ঘটনা। এদিকে ‘বাইশ গজের ভালবাসা’ নাটকে খুব ভাল অভিনয় করেছেন ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। তিনি যেমন খেলায় পারদর্শী তেমনি অভিনয়েও পারদর্শিতা দেখিয়েছেন। ঈদের এই নাটকের বিশেষ চরিত্রে তুখোর অভিনেতার পরিচয় দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। নাটকে জনপ্রিয় অভিনেতা রওনক হাসান ও সাবেক মহিলা ক্রিকেটার, উপস্থাপক মিশু চৌধুরীসহ অন্যদের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন। বাস্তব জীবনে খেলাপ্রিয় জাভেদ ওমর বেলিম নাটকের চরিত্রে খেলা সম্পর্কে কোন আগ্রহই দেখান না। কিন্তু একজন ট্যাক্সি চালকের ক্রিকেট প্রীতি ও দেশাত্ববোধ দেখে ক্রিকেটের প্রতি দারুণ আগ্রহী হয়ে ওঠেন।
×