ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিকটজনের সান্নিধ্যে

সমাজ ভাবনা -বিষয় ॥ ঈদে বাড়ি ফেরা

প্রকাশিত: ০৯:০১, ৩০ মে ২০১৯

সমাজ ভাবনা -বিষয় ॥ ঈদে বাড়ি ফেরা

নূরজাহান নীরা ॥ ক’দিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। ঈদের আনন্দকে পরিপূর্ণ করতেই মানুষ ছুটে যায় আপন ভিটায়, আপন মানুষের কাছে। জীবনের নানা প্রয়োজনে, জীবিকার তাগিদে কর্মসূত্রে আপন ভিটেমাটি, মা-বাবা, স্ত্রী-সন্তান, আত্মীয়-পরিজন ছেড়ে থাকেন দূর-দূরান্তে। কোন বিশেষ দিনের ছুটি ছাড়া পরিবারের সকলের সঙ্গে একত্রিত হওয়ার সুযোগ তেমন হয় না। ঈদের ছুটিতে একত্রিত হওয়ার সুযোগ আসে তাই তো ঈদ উপলক্ষে বাড়ে ঘরে ফেরা মানুষের ভিড়। যে যেখানেই থাকুক না কেন ঈদের সময় বাড়িতে পৌঁছাতে হবেই। সড়ক পথ, রেলপথ, নৌপথ সব পথেই মানুষের ভিড়, আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী পুরাতন ফিটনেসবিহীন গাড়ি রং করে রাস্তায় নামান। অদক্ষ ড্রাইভারের হাতে ফিটনেসবিহীন গাড়ি- এতে দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। এমন অবস্থা লঞ্চেও দেখা যায়। পুরাতন লঞ্চ মেরামত করে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে যাত্রা শুরু করেন। জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ওঠেন ট্রেনের ছাদে। অনেক সময় দেখা যায় ঈদের কিছুদিন আগে শুরু করেন রাস্তা মেরামতের কাজ যা নির্দিষ্ট সময়ে শেষ করা সম্ভব হয় না ফলে তৈরি হয় দীর্ঘ যানজট। সার্বিকভাবেই ঈদযাত্রায় চলে আসে নানা অব্যবস্থাপনা। ঈদে ঘরে ফেরা মানুষটির যেমন থাকে ঘরে ফেরার তাড়া, তেমনি ঘরের মানুষটিও আপনজনের অপেক্ষায় পথ চেয়ে থাকেন। মা-বাবা অধীর আগ্রহে অপেক্ষা করেন কখন আসবে তার বুকের মানিক। স্ত্রী অপেক্ষা করেন তার প্রিয় মানুষটির জন্য। ছেলে-মেয়ে অপেক্ষা করে তাদের বাবার জন্য। প্রিয়জনের জন্য এই অপেক্ষা অনেকের আর শেষ হয় না। সততার অভাব, দক্ষতার অভাব, পরিচালকের দায়িত্বহীনতার কারণে সড়কে ঝরে যায় শত শত প্রাণ। প্রতিবছর ঈদে এমন মর্মান্তিক দৃশ্য আমাদের দেখতে হয়। তাছাড়া যানজটের কারণে নির্দিষ্ট গন্তব্যে সঠিক সময়ে পৌঁছাতে না পারার ঝামেলা পোহাতে হয় অনেক সময়। ঈদের আনন্দকে মলিন করার আরেকটা বিষয় হলো বাড়তি ভাড়া। কোথাও দ্বিগুণ, কোথাও তিনগুণ ভাড়া হাঁকিয়ে বসেন বাস মালিকরা। বাধ্য হয়ে সে বাড়তি ভাড়া দিয়েই মানুষকে যেতে হয়। বাড়তি ভাড়ার চাপে মানুষ নাজেহাল হলেও দেখার কেউ নেই এ বিষয়ে। সড়ক পরিবহন খাতে যারা দায়িত্বরত আছেন তাদের উচিত এ বিষয়ে মানবতার সঙ্গে নজর দেয়া। মানুষকে এই ভোগান্তি থেকে মুক্তি দেয়া। বোধোদয় হোক সকলের, সকল পথ হোক নিরাপদ। এবারের ঈদযাত্রা হোক সবার জন্য সুখময়। ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে
×