ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসসিও সম্মেলনে যাচ্ছেন মোদি

প্রকাশিত: ০৮:৫৬, ৩০ মে ২০১৯

 এসসিও সম্মেলনে যাচ্ছেন মোদি

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের বিপুল বিজয় পাওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মাসে প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আগামী ১৩ ও ১৪ জুন অনুষ্ঠেয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রীর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকে নরেন্দ্র মোদি রুশ ও চীনা নেতার সঙ্গে বৈঠক করলেও প্রতিবেশী পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করবেন না। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের। এ বিষয়ে দিল্লীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র ইঙ্গিত করেন যে, এসসিও’র বৈঠকে পাক প্রধানমন্ত্রীও যোগ দেবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইমরান খানের কোন দ্বিপাক্ষিক বৈঠকের আপাতত ইঙ্গিত নেই। ওই সূত্র আরও বলেন, এসসিও’র বৈঠকে পাক-ভারত প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠানের একটি খবর ইতোমধ্যে গণমাধ্যমে চাউর হয়েছে। ওই সংবাদ স্রেফ কল্পনাপ্রসূত। তিনি বলেন, ইমরান খানের সঙ্গে মোদির কোন অনানুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা তৈরি হলেও উভয় নেতার মধ্যে আপাতত কোন আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের সিডিউল নেই। নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবারের দ্বিতীয় মেয়াদে শপথের দিন ভারতের নিকট প্রতিবেশী বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমারকে আমন্ত্রণ জানানো হলেও পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপের মতো প্রতিবেশী দেশের নেতারা আমন্ত্রণ পাননি। পাশাপাশি বিশকেকের ওই সম্মেলনে নয়াদিল্লী ও ইসলামাবাদ উভয়ে কোন গঠনমূলক আলোচনায় বসতেও রাজি হয়নি। অবশ্য উভয় নেতার মধ্যে মুখোমুখি দেখা হলে সেক্ষেত্রে করমর্দন ও সামান্য আলাপচারিতা হতে পারে। তবে উভয় নেতার মধ্যে আপাতত কোন আনুষ্ঠানিক ও গঠনমূলক আলোচনার সম্ভাবনা নেই। খবরে বলা হয়েছে, কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গী হামলা, এর প্রেক্ষিতে পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলার পরও মোদি ও ইমরানের মধ্যে গত কয়েক মাস ধরে যোগাযোগ চলে আসছে। পাকিস্তানের জাতীয় দিবসে মোদি টুইট করেছেন। তাতে লিখেন, সন্ত্রাস ও সহিংসতামুক্ত পাকিস্তান গড়তে দেশটির সবাইকে একযোগে কাজ করা উচিত। ইমরান খানও মোদির কথার জবাব দিয়ে তাকে ধন্যবাদ জানান। আবার নরেন্দ্র মোদি দ্বিতীয় দফা নির্বাচনে জেতার পর পাক প্রধানমন্ত্রী ইমরান খান ফোন করে তাকে অভিনন্দন জানান। এ সময় উভয় নেতা কিছু সময় আলাপ করেন। ইমরান খান এই অঞ্চলের সহিংসতা মোকাবেলায় উভয় দেশের মধ্যে আলোচনার ওপর জোর দেন। পাকিস্তানের জঙ্গী নেতা মাহমুদ আজহারের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের পর এই প্রথম ভারত ও চীনা প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হতে যাচ্ছে। কার্যত চীনের বিরোধিতায় মাহমুদ আজহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ ভেস্তে যায়। চলতি বছর ভারতে মোদি ও শি জিনপিংয়ের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের আগে উভয় নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বছর চীনের উহানে মোদি ও শি জিনপিংয়ের মধ্যে এই ধরনের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এবার নরেন্দ্র মোদির দ্বিতীয় দফা নির্বাচনে জেতার পর শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় শি জিনপিং লেখেন ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন, রাজনৈতিক আস্থা অর্জনে কার্যকরী সহযোগিতা অব্যাহত রাখতে চাই। যাতে উভয় দেশের উন্নয়ন ও অংশীদারিত্ব একটা নতুন উচ্চতায় পৌঁছতে পারে। ভারতে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় নিয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। আজ পুনর্বার সরকার প্রধান হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নেয়ার অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোকে গুরুত্ব দিয়ে সার্কভুক্ত সব দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। তখন সার্কের সদস্য রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রীর অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কিন্তু পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্যে তা ঘটছে না বলে নয়াদিল্লীর কয়েকটি সূত্র জানিয়েছে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর থেকে কাশ্মীর নিয়ে দুই দেশের বিরোধ চলছে, একাধিকবার যুদ্ধেও জড়িয়েছে পরমাণু শক্তিধর এই প্রতিবেশী দেশ দুটি।
×