ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিয়ানমারে উগ্র বৌদ্ধ ভিক্ষু উরিয়াথুর বিরুদ্ধে পরোয়ানা

প্রকাশিত: ০৮:৫৫, ৩০ মে ২০১৯

  মিয়ানমারে উগ্র  বৌদ্ধ ভিক্ষু  উরিয়াথুর বিরুদ্ধে পরোয়ানা

মিয়ানমারের উগ্র জাতীয়তাবাদী বৌদ্ধ ভিক্ষু উয়িরাথুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছে দেশটির একটি আদালত। মঙ্গলবার ইয়াঙ্গুনের একটি আদালত তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছে বলে বুধবার জানিয়েছেন দেশটির পুলিশের মুখপাত্র মিও থু সো। খবর ওয়েবসাইটের। উয়িরাথুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সংখ্যালঘু মুসলিম, বিশেষ করে রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে বিষোদ্গারের জন্য তিনি পরিচিত। মিয়ানমারের প্রভাবশালী সামরিক বাহিনীর এই সমর্থক বেসামরিক আউং সান সুচি সরকারেরও কট্টর সমালোচক। সাম্প্রতিক সমাবেশগুলোতে উয়িরাথু সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন এবং সরকার এমনভাবে সংবিধান পরিবর্তনের চেষ্টা করছে তাতে সামরিক বাহিনীর ক্ষমতা হ্রাস পেতে পারে মন্তব্য করে সরকারের সমালোচনা করেছেন। উয়িরাথুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাকে ‘শাসানোর চেষ্টা হচ্ছে’ বলে তার এক সহযোগী জানান। তিনি বলেছেন, ‘তাকে গ্রেফতার করা হলে আমরা কী করব তা আমরা বলব না, কিন্তু এটি নিশ্চিত যে আমরা চুপ করে থাকব না।’ মিয়ানমারে ২০১১ সালে সামরিক বাহিনীর শাসন থেকে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। এরপর থেকে মিয়ানমারের জাতীয়তাবাদী ভিক্ষুরা রাজনৈতিক প্রভাব অর্জন করতে থাকে। কট্টর জাতীয়তাবাদী এসব ভিক্ষুর মধ্যে উয়িরাথু সবচেয়ে প্রভাবশালী।
×