ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্রাইস্টচার্চে ক্ষতিগ্রস্তদের ৭০ হাজার ডলার দিলেন ‘ডিম বালক’

প্রকাশিত: ০৮:৫৫, ৩০ মে ২০১৯

 ক্রাইস্টচার্চে ক্ষতিগ্রস্তদের  ৭০ হাজার ডলার দিলেন ‘ডিম বালক’

অস্ট্রেলীয় কিশোর উইলি কনোলি (১৭) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রায় ৭০ হাজার মার্কিন ডলার দিয়েছেন। অভিবাসী মুসলমানদের নিয়ে বিতর্কিত মন্তব্যকারী অস্ট্রেলিয়ার এক সিনেটরের মাথায় ডিম ভেঙ্গে বিশ্বব্যাপী ‘ডিম বালক’ হিসেবে খ্যাতি পান উইলি। সিনেটরের মাথায় ডিম ভাঙ্গার ওই ঘটনায় পুলিশ উইলিকে আটক করলেও পরে তাকে সতর্ক করে ছেড়ে দেয়। তবে এই ঘটনা ঘটিয়ে বিখ্যাত হয়ে যান তিনি। তার আইনী লড়াইয়ে সহায়তার তহবিল গঠনের জন্য বিশ্বের সব প্রান্ত থেকে ডোনেশন আসা শুরু হয়। মঙ্গলবার রাতে উইলি জানিয়েছেন, আদালতে আইনী লড়াইয়ের মুখোমুখি হতে না হওয়ায় এখনও পর্যন্ত তার কাছে আসা ৯৯ হাজার ৯২২ অস্ট্রেলীয় ডলার দান করে দিবেন তিনি। নিজের ইনস্টাগ্রাম এ্যাকাউন্টে তিনি লিখেছেন, ক্রাইস্টচার্চের হত্যাযজ্ঞে ক্ষতিগ্রস্তদের কিছুটা পরিত্রাণ দেয়ার জন্য আমি সব টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছি। এসব টাকা আমার না। -ওয়েবসাইট।
×