ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিপ্রোর কাছে জেএমআইয়ের শেয়ার বিক্রির অনুমোদন

প্রকাশিত: ০৮:৫৩, ৩০ মে ২০১৯

 নিপ্রোর কাছে জেএমআইয়ের শেয়ার বিক্রির অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাপানী কোম্পানির কাছে প্রাইভেট অফারে জেএমআই সিরিঞ্জ এ্যান্ড ডিভাইসেসের ১১ কোটি ১০ লাখ টাকার শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার বিএসইসির ৬৮৮তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, জেএমআই সিরিঞ্জের প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ১১ লাখ শেয়ার নিপ্রো কর্পোরেশনের নিকট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হিসেবে প্রাইভেট অর্ডারের মাধ্যমে নগদে ইস্যুপূর্বক মূলধন উত্তোলন করবে। এই প্রস্তাবই কমিশন সভায় অনুমোদন দিয়েছে। জাপানী কোম্পানি নিপ্রো কর্পোরেশন একটি বহুজাতিক কোম্পানি। যারা বৈশ্বিকভাবে বিভিন্ন প্রকার সার্জিক্যাল ও কেডিক্যাল যন্ত্রপাতি ও ওষুধ-পণ্যাদির উন্নয়ন, বিপণন এবং বিতরণ করে থাকে। উক্ত কোম্পানির অনুকূলে প্রস্তাবিত শেয়ার ইস্যুর মাধ্যমে দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আসবে যা ইস্যুয়ার কোম্পানির বর্তমান প্রকল্পের সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধনের চাহিদা পূরণ ইত্যাদি খাতে ব্যয় নির্বাহ করা হবে। এছাড়া নিপ্রো করর্পোরেশন কৌশলগত বিনিয়োগকারী হিসেবে জেএমআই সিরিঞ্জ এ্যান্ড মেডিক্যাল ডিভাইসেসে বিনিয়োগ করবে। ফলে নিপ্রো কর্পোরেশনের ব্যবসায় দক্ষতা, অভিজ্ঞতা জেএমআই সিরিঞ্জ এ্যান্ড মেডিক্যাল ডিভাইসেসের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে গুণগত মান এবং ব্যবসার পরিধি বাড়াতে সহায়ক হবে বলে আশা করা যায়। উল্লেখ্য, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে কমিশন নিপ্রো কর্পোরেশনের অনুকূলে ইস্যুকৃত শেয়ারের উপর ৫ বছরের জন্য লক-ইন এবং ইস্যুয়ার কোম্পানির স্পন্সর ও বর্তমান পরিচালকগণ আগামী ৫ বছর তাদের মালিকানা থাকা উক্ত কোম্পানির শেয়ার বিক্রি করতে পারবে না মর্মে শর্ত আরোপ করেছে।
×