ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছুটির আগে শেয়ারবাজারে বিক্রির চাপ কমেছে

প্রকাশিত: ০৮:৫৩, ৩০ মে ২০১৯

ছুটির আগে শেয়ারবাজারে বিক্রির চাপ কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ উল ফিতরের ছুটির আগে শেয়ারবাজারে কেনা-বেচার পরিমাণ কমেছে। শেয়ার বিক্রি করে টাকা তোলার সুযোগ না থাকায় শেয়ার বিক্রির চাপ কমেছে। যার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে সার্বিক লেনদেনে। তবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের দর বাড়ার কারণে বুধবার সূচকের উত্থান ঘটেছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের উর্ধগতি দিয়ে লেনদেন শুরু হয়। এক পর্যায়ে সূচক আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে যায়। তবে এর বেশি আর সূচক বাড়েনি। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ৪ ও ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২১২ ও ১ হাজার ৮৬৮ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩২ কোটি ৯৭ লাখ টাকা। যা আগের দিন থেকে ৭১ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪০৩ কোটি টাকার। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সারাদিন সকাল থেকেই লেনদেনের আধিপত্য ধরে রেখেছিল নতুন কোম্পানি নিউ লাইন ক্লোথিংস। তবে বিদেশীদের কাছে শেয়ার বিক্রির অনুমোদন হচ্ছে এমন খবরে জেএমআই সিরিঞ্জের লেনদেন ও চাহিদা বাড়তে থাকে। এমনকি দিনশেষে কোম্পানিটির সর্বোচ্চ দর বাড়ার তালিকায় শীর্ষে উঠে আসে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭ কোম্পানির মধ্যে ১৭৪টির বা ৫০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১১৭টি বা ৩৪ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি বা ১৬ শতাংশ কোম্পানির। ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে নিউ লাইন ক্লোথিংসের। এদিন কোম্পানিটির ১৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা জেএমআই সিরিঞ্জের ১১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ইউনাইটেড পাওয়ার। সার্বিক লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এসকে ট্রিম, মার্কেন্টাইল ব্যাংক, রানার অটোমোবাইল, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিবিএস ক্যাবল, ফরচুন সুজ এবং বেক্সিমকো ফার্মা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৩৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৮ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৫টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর। ১৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×