ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যে কারণে ভারতের বিপক্ষে খেলেননি তামিম

প্রকাশিত: ২২:৪৯, ২৯ মে ২০১৯

যে কারণে ভারতের বিপক্ষে খেলেননি তামিম

অনলাইন ডেস্ক ॥ বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে গতকাল ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে নামেননি তামিম ইকবাল। এমনকি ব্যাটিংয়ে নামেননি এই টাইগার ড্যাশিং ওপেনার। তাহলে কি তামিম ইমবাল ইনজুরিতে? এমনই কানাঘুষা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তামিমকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, তামিমের না খেলার কারণ হালকা চোট। অনুশীলনের সময় কোমরের নিচে হালকা ব্যথা পেয়েছিলেন। ব্যথাও নাকি খুব বেশি নয়। স্ক্যান-ট্যান করার দরকারই পড়েনি। চাইলে খেলতে পারতেন। কিন্তু সামনে বিশ্বকাপ তাই প্রস্তুতি ম্যাচে ঝুঁকি নিতে চাননি তামিম। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মহেন্দ্র সিং ধোনি ও লোকেশ রাহুলের দারুণ দুটি সেঞ্চুরিতে ৩৫৯ রানের পাহাড় গড়ে ভারত। জবাব দিতে নেমে ২৬৪ রানে গুটিয়ে গিয়ে বাংলাদেশ হেরেছে ৯৫ রানে। তামিম না খেললেও এদিন তার পরিবর্তে মাঠে নামা লিটন দাস ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তবে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৯০ রানের ইনিংসটা আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। এছাড়া সৌম্য ২৫ এবং মিরাজ ২৭ রান করেন।
×