ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে ছাত্রীকে শ্লীলতাহানি, শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১৩:১৭, ২৯ মে ২০১৯

ঈশ্বরদীতে ছাত্রীকে শ্লীলতাহানি, শিক্ষকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের (৫০) বিরুদ্ধে তার স্কুলের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ৮ম শ্রেণী খ ওই ছাত্রী নিজেই বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছে। ছাত্রীটি শহরের মধ্য অরকোলা এলাকার গোলাম মোস্তফার মেয়ে। অভিযোগকারী ছাত্রী জানায়, ২৫ মে প্রধান শিক্ষক মোজাম্মেল হক ওই ছাত্রীকে স্কুল গেটের সামনে ডেকে নিয়ে তাকে বিভিন্ন ধরনের অশ্লীল ও আপত্তিকর কথাবার্তা বলে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এ সময় বান্ধবীরা এগিয়ে এলে প্রধান শিক্ষক তাকে ছেড়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। মামলার পর থেকেই অভিযুক্ত প্রধান শিক্ষক গা-ঢাকা দিয়েছেন। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে প্রধান শিক্ষক মোজাম্মেল হক ওই ছাত্রীর অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে স্থানীয় কতিপয় ব্যক্তি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা ঘটনা সাজিয়ে এরকম মিথ্যা মামলা দায়ের করানো হয়েছে।
×