ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘আন্ডারডগ’ পাকিস্তানকে চ্যাম্পিয়ন দেখছেন ওয়াকার!

প্রকাশিত: ১২:০১, ২৯ মে ২০১৯

‘আন্ডারডগ’ পাকিস্তানকে চ্যাম্পিয়ন দেখছেন ওয়াকার!

স্পোর্টস রিপোর্টার ॥ বিস্ময়কর কিছুই পাকিস্তান ক্রিকেটের সৌন্দর্য্য উল্লেখ করে দেশটির সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস বলেছেন তার বিশ্বাস এবারের আসরে তার দল ১৯৯২ বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটাতে সক্ষম হবে। এক সময় কোচের দায়িত্ব পালন করা ওয়াকারের মতে, ১৯৯২ আসরের ন্যায় এবারও পাকিস্তান টুর্নামেন্টের ‘আন্ডারডগ’। তবে বিস্ময়কর কিছু ঘটানোর সক্ষমতা তাদের আছে। আইসিসি ওয়েবসাইটে এক কলামে ওয়াকার লিখেছেন, ২৭ বছর আগে পাকিস্তান প্রথমবার আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতেছে। এরপর এবারই মনে হয় আবারও সেটা ঘটতে যাচ্ছে। কেউই কখনও আমাদের সুযোগ করে দেয়নি এবং আমরা আন্ডারডগ হিসেবে টুর্নামেন্টে অংশ নিয়েছি। তবে সুসময় ফিরে এসেছে এবং আমরা সবকিছু অর্জন করেছি, এটাই পাকিস্তান ক্রিকেটের আসল সৌন্দর্য্য। ওয়াকার আরও লিখেছেন, যদিও গত দুই মাস সবকিছু আমাদের পক্ষে ছিল না তথাপি পুরো দেশ পাকিস্তান দলের পক্ষে থেকেছে। তারা মনে করে এই দলটি বিশ্বকাপ জিততে পারে। আমরা শুরুটা ভাল করতে পারলে, আপনারা জানেন এই দলটির জাদুকরী কিছু করার ইতিহাস রয়েছে। ১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলে না থাকা ওয়াকারের মতে তার দলের জন্য একমাত্র দুশ্চিন্তার বিষয় হচ্ছে ফিল্ডিং। তিনি লিখেছেন, পাকিস্তান দলের জন্য ইতিবাচক দিক হচ্ছে তারা বড় স্কোর গড়তে শুরু করেছে। তিন শ’র বেশি রান করতে পেরে সে প্রমাণ তারা দিয়েছে এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আমরা সেটা দেখেছি। তবে আমার মতে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে ফিল্ডিং।
×