ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ড এয়ারফোর্স ইউনাইটেড ফুটবল ক্লাব ১-১ বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে ড্র করল জামাল ভুঁইয়ারা

প্রকাশিত: ১২:০০, ২৯ মে ২০১৯

প্রস্তুতি ম্যাচে ড্র করল জামাল ভুঁইয়ারা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের পূর্বপ্রস্তুতি হিসেবে এখন থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে তারা থাই-লীগের দুটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল মঙ্গলবার। প্রতিপক্ষ এয়ারফোর্স ইউনাইটেড ফুটবল ক্লাব। এয়ারফোর্স প্লে গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধেই সব গোল হয়। গোল করেন বাংলাদেশের বিপলু আহমেদ (৪ মিনিটে) এবং এয়ারফোর্স ইউনাইটেডের চুইদেহ্ (১৬ মিনিটে)। এই ক্লাবটি গত মৌসুমে থাই লীগ-১ থেকে নেমে গেছে থাই লীগ-২তে। এই ক্লাবে আছে চার বিদেশী ফুটবলারÑ ফ্রান্স, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের একজন করে। ম্যাচে উভয়দলই আক্রমণ ও পাল্টা আক্রমণ করে খেলে। শুরুতেই পরিকল্পিত আক্রমণ থেকে গোল আদায় করে লাল-সবুজরা। তবে ১২ মিনিটের বেশি এই গোলের অগ্রগামিতা ধরে রাখতে পারেনি তারা। সমতায় ফেরে স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধেও সমানতালে খেলেছে উভয় দল। গোল করার একাধিক সুযোগ পেলেও কোন দলই আর গোল করতে পারেনি। ফলে ১-১ গোলের ড্র’র স্কোরলাইন নিয়েই সন্তুষ্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছে দু’দলকে। বিশ্বকাপ প্রাক বাছাইয়ের প্রথমপর্বের প্রস্তুতি হিসেবে থাই লীগের ক্লাব এয়ারফোর্স ইউনাইটেড এফসির সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। থাইল্যান্ডের দোপাটেমিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফ্রেন্ডলি ম্যাচে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছেন জামাল ভুঁইয়ারা। বাংলাদেশ দলের একমাত্র গোলটি করেন বিপলু। লাওস ম্যাচের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে ১ জুন। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে আরেক থাই ক্লাব বিজি পাথম ইউনাইটেড এফসি। বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের প্রথমপর্বে (প্রাক-বাছাই) খেলা হবে দুই গ্রুপে (‘এ’ এবং ‘বি’)। আগামী ৬ জুন অনুষ্ঠিত হবে প্রথম লেগের খেলা। ১১ জুন হবে দ্বিতীয় লেগ। বাংলাদেশ এই দুটি ম্যাচ খেলবে আসিয়ান অঞ্চলের দেশ লাওসের সঙ্গে। লাওসের সঙ্গে খেলার আগে বাংলাদেশ দল সফর করছে থাইল্যান্ড।
×