ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ভীত সবাই ॥ হোল্ডার

প্রকাশিত: ১১:৫৮, ২৯ মে ২০১৯

ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ভীত সবাই ॥ হোল্ডার

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটবোদ্ধারা সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এবার বিশ্বকাপ নিয়ে পূর্বাভাস দিয়ে যাচ্ছেন। তাদের বিশ্লেষণে সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে স্বাগতিক ইংল্যান্ড, গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্সআপ নিউজিল্যান্ড ও ফর্মের তুঙ্গে থাকা ভারতের নামই বেশি এসেছে। এ তালিকায় অদল-বদল ঘটাতে পারে পাকিস্তান কিংবা দক্ষিণ আফ্রিকা এমনটাই বলছেন বিশ্লেষকরা। তবে কেউ ওয়েস্ট ইন্ডিজের বিষয়ে তেমন কোন চিন্তাও করেননি। ক্যারিবীয়দের অনেকে এবার ‘আন্ডারডগ’ তকমাতেই সীমাবদ্ধ রেখেছেন। কিন্তু ক্যারিবীয় অধিনায়ক জ্যাসন হোল্ডার দাবি করলেন এবার বিশ্বকাপে উইন্ডিজদের নিয়ে বাকিরা ভীত। কারণ অনেকেই আবার বলছেন যে ক্যারিবীয়রা এবার বিশ্বকাপের ‘ডার্ক হর্স!’ ফর্মের ধারাবাহিকতা না থাকলেও যে কোন হট ফেবারিট দলকে পর্যুদস্ত করার সামর্থ্য রয়েছে বলেই ওয়েস্ট ইন্ডিজ দলটাকে সমীহ করছে সবাই এমনটাই মনে করেন হোল্ডার। এবারই প্রথম বিশ্বকাপ খেলার জন্য বেশ চড়াই-উৎরাই পেরোতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এক সময়ের মহাপরাক্রমশালী দলটি এবার বাছাইপর্ব খেলেছে। সেখানে নিজেদের যোগ্যতা দেখিয়ে বাছাইপর্ব উৎরে এবারের বিশ্বকাপে জায়গা মিলেছে ১৯৭৫ এবং ১৯৭৯ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের। খুব একটা ভাল ফর্মে নেই দল। তবে দলে ফিরেছেন ক্রিস গেইল এবং আন্দ্রে রাসেলের মতো বিশ্ব ক্রিকেটের মহাতারকারা। এ দুই ক্রিকেটার আসাতে দলের চিত্রই পাল্টে গেছে। উভয়ে ব্যাট হাতে যেমন বিধ্বংসী তেমনি রাসেল আবার পেস বোলিংয়েও দারুণ। সম্প্রতি ইংল্যান্ড সিরিজে নিজেদের সামর্থ্য দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বের এক নম্বর ওয়ানডে দলের বিপক্ষে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে তারা। বিশ্বকাপে এই দলকে কোনভাবেই অবহেলা করবে না বাকি দলগুলো, মনে করছেন হোল্ডার। তিনি বলেন, আমরা সম্ভবত আন্ডারডগ, কিন্তু সবাই ওয়েস্ট ইন্ডিজকে ভয় পায়। কারণ আপনি জানেন না কখন কোন দল ঘুরে দাঁড়াবে। দলে ভারসাম্য বজায় রেখে ধারাবাহিক পারফর্মেন্স দেখাতে চান হোল্ডার। অধিনায়ক হিসেবে একেই দায়িত্ব হিসেবে নিয়েছেন তিনি। কারণ তার বিশ্বাস এই দলই ওয়েস্ট ইন্ডিজকে সেরা দলে পরিণত করবে। গেইল-রাসেল দু’জনই বেশ ফর্মে আছেন। আর ধারাবাহিকতার বিস্ময়কর দৃষ্টান্ত দেখিয়ে চলেছেন শাই হোপ। তাই টপঅর্ডার নিয়ে তেমন চিন্তিত নয় ক্যারিবীয় দল। তবে মিডলঅর্ডারের ব্যাটিংটা নিয়ে ভাবতেই হচ্ছে দলকে। যদিও গেইল, হোপ ওপরের দিকে আর নিচের দিকে রাসেল-হোল্ডাররা জ্বলে উঠলে যে কোন দলের জন্যই কপালে খারাবি আছে তা নিশ্চিত। শুধু গেইল ও রাসেল এককভাবে যথেষ্ট যে কোন দলকে হতাশায় পর্যবসিত করার জন্য। এবার তরুণ হোল্ডার বিশ্বকাপ মঞ্চে সহঅধিনায়ক হিসেবে সবচেয়ে অভিজ্ঞ গেইলকে পাচ্ছেন। তার পরামর্শ বেশ কার্যকর ভূমিকা রাখবে মাঠে এটা নিশ্চিতভাবেই বলা যায়। হোল্ডার তাই এখন দলের ধারাবাহিকতা খুঁজে পেতে চান। তিনি বলেন, আমার কাজ দলের ভারসাম্য এবং ধারাবাহিকতা ধরে রাখা। আমি দলের সকলকে এক সঙ্গে ধরে রাখতে চাই যথাসম্ভব। কারণ তারাই আমাদের শীর্ষে তুলবে।
×