ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রস্তুতি

প্রকাশিত: ১১:৫৭, ২৯ মে ২০১৯

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রস্তুতি

শাকিল আহমেদ মিরাজ ॥ বিশ্বকাপের আগে দারুণভাবে প্রস্তুতি সারল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথম প্রস্তুতি ম্যাচে আয়োজক ইংল্যান্ডকে হারানোর পর শ্রীলঙ্কাকেও উড়িয়ে দিল এ্যারন ফিঞ্চের দল। গত বছর বল টেম্পারিং ইস্যুতে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের নিষেধাজ্ঞায় মাঠ ও মাঠের বাইরে বেসামাল হয়ে পড়া দলটির এত অল্প সময়ে এভাবে ঘুরে দাঁড়ানো সত্যি বিস্ময়কর। ভারতের মাটিতে ভারতকে হারানোর পর আমিরাতে আরেক পরাশক্তি পাকিস্তানকেও গুড়িয়ে দিয়েছিল ফিঞ্চবাহিনী। ঘরের মাটিতে প্রতিবেশী নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচে জয়ের পরও হয়তো কিছুটা সংশয় ছিল। কারণ প্রথম বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ আয়োজক ইংল্যান্ড ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ‘নাম্বার ওয়ান’। বিশ্বকাপের হটফেবারিট। সাউদাম্পটনে অগ্নিপরীক্ষার সেই ম্যাচে ১২ রানের দারুণ জয়ের পর শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে (৫ উইকেট) বিশ্বমঞ্চে পা রাখছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অসিরা। অধিনায়ক ফিঞ্চ বলেন, সত্যি বলতে দুটি প্রস্তুতি ম্যাচের পর মনে হচ্ছে উই আর রেডি টু গো। গত এক বছর ধরে আমরা যে পরিশ্রম করে আসছি এটা তারই প্রতিফলন। প্রতিটি পজিশনে এখন আমাদের একাধিক খেলোয়াড় প্রস্তুত। সবাই সেরাটা উজাড় করে দেয়ার জন্য অধির হয়ে আছে। এই ধারা অব্যাহত রেখে বিশ্বকাপের প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করতে চাই। এ জন্য ভাল ক্রিকেট খেলতে হবে। কারণ প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান খুবই ভয়ঙ্কর। বৃহস্পতিবার ইংল্যান্ড-দ. আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপের ১২তম আসর। শনিবার ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সাউদাম্পটনে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারতেœ। অস্ট্রেলিয়ার হয়ে বোলাররাই অর্ধেক কাজ এগিয়ে দেয়। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৯ রানে থামে লঙ্কানদের ইনিংস। ওপেনার লাহিরু থিরিমান্নে ৫৬, অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভা ৪৩ ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। থিসারা পেরেরা ২৭ এবং অধিনায়ক করুনারতেœ আউট হন ১৬ রান করে। অস্ট্রেলিয়ার হয়ে তরুণ লেগস্পিনার এ্যাডাম জাম্পা ২, তিন ফ্রন্টলাইনার পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও কেন রিচার্ডসন প্রত্যেকে নেন ১টি করে উইকেট। উইকেট পেয়েছেন স্টিভেন স্মিথও। ডেভিড ওয়ার্নারের বিশ্রামে এদিন অধিনায়ক এ্যারন ফিঞ্চের (১১) সঙ্গে ওপেন করা উসমান খাজা খেলেন চমৎকার হাফ সেঞ্চুরির ইনিংস। ১০৫ বলে ৩ চারের সাহায্যে ৮৯ রান করে ফেরেন তিনি। যদিও এদিন পুরনো হাঁটুর ব্যথাটা মাথাচাড়া দিয়ে ওঠে। আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো স্টিভেন স্মিথকে এদিন ব্যাটিংয়ে নামানো হয়নি। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে সবাইকে ঝালিয়ে নিতেই অসি থিঙ্কট্যাঙ্কদের এমন পরিকল্পনা। শন মার্শ (৩৪), গ্লেন ম্যাক্সওয়েল (৩৬) আর অলরাউন্ডার মার্কাস স্টয়নিস (৩২) দারুণ শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান এ্যালেক্স ক্যারি ১৮ ও প্যাট কামিন্স অপরাজিত ৯ রান নিয়ে ৪৫তম ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শ্রীলঙ্কার হয়ে জেফরি ভ্যান্ডার্সে নেন ২ উইকেট। বোলারদের দারুণ বোলিংয়ের পর খাজার ক্ল্যাসিক্যাল ইনিংসটিই মূলত পার্থক্য গড়ে দেয়। দলের সেরা দুই ব্যাটসম্যান স্মিথ ও ওয়ার্নারকে হারিয়ে কক্ষপথ থেকে ছিটকে গিয়েছিল অস্ট্রেলিয়া। এক পর্যায়ে ফল হওয়া ২৬ ম্যাচের মধ্যে জয় ছিল মাত্র চারটিতে। এক সময়ে কালে-ভদ্রে হারা দলটির জন্য জয় যেন হয়ে উঠেছিল সোনার হরিণ। বিশ্বকাপ এগিয়ে আসতেই পাল্টে গেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। নিজেদের সর্বশেষ সিরিজে উড়িয়ে দেয় পাকিস্তানকে। এর আগের সিরিজে তারা জিতেছে ভারতের মাটিতে। যেখানে প্রথম দুই ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়ে শেষ তিন ম্যাচ জিতে নেয় ফিঞ্চের দল। সবমিলিয়ে টানা আট আন্তর্জাতিক ওয়ানডে জিতে ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে খেলতে যাচ্ছে শিরোপাধারীরা। স্মিথ-ওয়ার্নারের ফেরা নিয়ে খুব একটা সংশয় ছিল না। সম্প্রতি নিষেধাজ্ঞা কাটানো দুই ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বিশ্বকাপ দিয়ে। শিরোপা ধরে রাখার অভিযানে তাদের থাকা অনুমিতই ছিল। প্রায় সবাই ছন্দে থাকায় দল নির্বাচন নিয়ে মধুর সমস্যায় পড়েছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। কাকে রেখে কাকে বাদ দেবেন। ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজে দারুণ ব্যাটিং করা উসমান খাজা ধরে রাখেন জায়গা। তবে একাদশে জায়গা পাওয়া কঠিন হবে বাঁহাতি এই ওপেনারের জন্য। বাজে সময় পিছনে ফেলে ছন্দ ফিরে পেয়েছেন অধিনায়ক ফিঞ্চ। ওয়ার্নারের সঙ্গে তিনিই করতে পারেন ইনিংস উদ্বোধন।
×