ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৯০ গ্রাম হেরোইন রাখায় আসামির যাবজ্জীবন

প্রকাশিত: ১১:২০, ২৯ মে ২০১৯

৯০ গ্রাম হেরোইন রাখায় আসামির যাবজ্জীবন

কোর্ট রিপোর্টার ॥ নব্বই গ্রাম হেরোইন রাখায় মোঃ কামাল ওরফে ট্যাবলেট কামাল নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। কামাল চাঁদপুর জেলার হাইমচর থানার হাজিকান্দি গ্রামের দাদন মিয়া ওরফে মদন মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহবুব এ রায় ঘোষণা করেন। অপর দুই আসামি মোঃ সোহেল ও মোঃ শাহিনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় কামাল আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। কারাদণ্ডের পাশাপাশি তার ১০ হাজার অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার অভিযোগে বলা হয়Ñ ২০১৬ সালের ১৯ নভেম্বর ভাষানটেক থানায় একটি পরিত্যক্ত টিনের ঘরে কামালের দেহ তল্লাশিকালে তার প্যান্টের ডান পকেট থেকে ৪১০ পুরিয়া ও বাম পকেট থেকে ৫০০ পুরিয়া হেরাইন উদ্ধার হয়। মোট ওজন ছিল ৯০ গ্রাম। এছাড়া ওই ঘরের এক কোণা থেকে ২৩টি অবিস্ফোরিত পেট্রোল বোমা এবং ২৭টি ককটেল বোমা উদ্ধার করা হয়। অন্য ৮/১০ জন যুবক পালিয়ে যায়। ২০ নবেম্বর ভাষানটেক থানার ইন্সপেক্টর মোঃ সাজু মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় একই থানার এসআই মোঃ আসিফ ইকবাল চার্জশীট দাখিল করেন। ২০১৭ সালের ২৯ আদালত আসামিদের বিরুব্ধে অভিযোগ গঠন করেন।
×