ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

ভারতের কাছে বড় হার বাংলাদেশের

প্রকাশিত: ১১:০৮, ২৯ মে ২০১৯

ভারতের কাছে বড় হার বাংলাদেশের

মোঃ মামুন রশীদ ॥ বিশ^কাপের মূল মঞ্চে অবতীর্ণ হওয়ার আগে শেষ প্রস্তুতি ম্যাচ। মঙ্গলবার বাংলাদেশ দল ইংল্যান্ড বিশ^কাপের অন্যতম ফেবারিট ভারতের মুখোমুখি হয়েছিল কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেই ম্যাচে ৯৫ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ব্যাট করে লোকেশ রাহুলের ৯৯ বলে ১০৮ ও মহেন্দ্র সিং ধোনির ৭৮ বলে ১১৩ রানের দু’টি বিস্ফোরক ইনিংসে ৭ উইকেটে ৩৫৯ রানের বিশাল সংগ্রহ গড়েছিল ভারত। জবাবে মুশফিকুর রহীমের ৯৪ বলে ৯০ ও লিটন দাসের ৯০ বলে ৭৩ রানের দুটি ইনিংস ছাড়া আর কোন বাংলাদেশী ব্যাটসম্যান বড় ইনিংস গড়তে পারেননি। ৪৯.৩ ওভারে ২৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। উল্লেখ্য, বিশ^কাপে নিজেদের অষ্টম ম্যাচে ভারতের বিপক্ষে আগামী ২ জুলাই বার্মিংহামে খেলবে বাংলাদেশ দল। শেষদিনের আরেক প্রস্তুতি ম্যাচে ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজ ৯১ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। আগে ব্যাট করে ৪৯.২ ওভারে ৪২১ রানে গুটিয়ে যাওয়া ক্যারিবীয়রা ৪৭.২ ওভারে ৩৩০ রানেই গুটিয়ে দেয় কিউইদের। এবার টস জিতেছে বাংলাদেশ, তবে আগে ব্যাটিংয়ে পাঠায় ভারতকে। শুরুতে মুস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মর্তুজা আর মোহাম্মদ সাইফউদ্দিনের পেসে বাংলাদেশ বেশ চেপে ধরেছিল ভারতকে। ১০২ রানেই ৪ টপঅর্ডারকে হারিয়ে ফেলেছিল ভারত। এমনকি বিশে^র অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিও ৪৬ বলে ৪৭ রান করে বোল্ড হয়ে যান সাইফউদ্দিনের বলে। কিন্তু মূলত ওপেনার হলেও সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রানে ফেরা লোকেশ রাহুল চার নম্বরে নেমে পঞ্চম উইকেটে মাত্র ২১.২ ওভারে ১৬৪ রানের বিশাল জুটি গড়েন মহেন্দ্র সিং ধোনীর সঙ্গে। কিন্তু প্রস্তুতি ম্যাচ বলেই হয়তো মিতব্যয়ী বোলিং করার পরও মাশরাফি (৬-২-২৩-০) ও সাইফউদ্দিন (৬-১-২৭-১) আর বোলিংয়েই আসেননি। এরচেয়ে অনিয়মিত ও ফর্মে না থাকাদের দিয়েই বোলিং করিয়েছেন মাশরাফি। সেই সুযোগটা কাজে লাগিয়ে রাহুল ৯৯ বলে ১২ চার, ৪ ছক্কায় ১০৮ রান করে তবেই সাজঘরে ফেরেন। সাব্বির রহমান তার লেগস্পিনের জাদু দেখিয়েছেন তখন, ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে রাহুলকে বোল্ড করেছেন। তবে ধোনী থেমেছেন একেবারে শেষ ওভারে। তিনি মাত্র ৭৮ বলে ৮ চার, ৭ ছক্কায় ১১৩ রান করার পর সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে যান। এ দুই শতকেই নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৯ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। প্রস্তুতি ম্যাচ হলেও ভারত-বাংলাদেশ মুখোমুখি বলেই বেশ উত্তাপ তৈরি হয়েছিল আগে থেকেই। বিপুল পরিমাণ দর্শকও উপস্থিত হয়েছিলেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর সম্প্রতিই ত্রিদেশীয় সিরিজে অপরাজিত বাংলাদেশ দলের মধ্যে সেই উত্তেজনা দেখা যায়নি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচেও ভারতের বিপক্ষে ২৪০ রানে হেরেছিল বাংলাদেশ। ৩২৪ রান তাড়ায় গুটিয়ে গিয়েছিল মাত্র ৮৪ রানে। এবার ৩৬০ রানের বিশাল টার্গেট থাকলেও ২৬৪ রান করতে পারাটাই হয়তো ইতিবাচক ব্যাপার। অপর ম্যাচে ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজ ৪৯.২ ওভারে ৪২১ রানে গুটিয়ে যায়। শাই হোপ ৮৬ বলে ৯ চার, ৪ ছক্কায় ১০১, এভিন লুইস ৫৪ বলে ৫০, আন্দ্রে রাসেল ২৫ বলে ৭ চার, ৩ ছক্কায় ৫৪, জ্যাসন হোল্ডার ৩২ বলে ৩ চার, ৩ ছক্কায় ৪৭ ও ক্রিস গেইল ২২ বলে ৪ চার, ৩ ছক্কায় ৩৬ রান করেন। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ৫০ রানে ৪টি ও ম্যাট হেনরি ১০৭ রানে ২টি উইকেট নেন। জবাবে নিউজিল্যান্ড ৪৭.২ ওভারে ৩৩০ রানে গুটিয়ে যায়। উইকেটরক্ষক টম ব্লান্ডেল ৮৯ বলে ৮ চার, ৫ ছক্কায় ১০৬, অধিনায়ক কেন উইলিয়ামসন ৬৪ বলে ১১ চার, ২ ছক্কায় ৮৫ ও ইশ সোধি ১৬ বলে ৩ চার, ৩ ছক্কায় ৩৯ রান করেন। কার্লোস ব্রেথওয়েট ৩টি, ফ্যাবিয়ান এ্যালেন ২টি উইকেট নেন। স্কোর॥ ভারত ইনিংস- ৩৫৯/৭; ৫০ ওভার (ধোনী ১১৩, রাহুল ১০৮, কোহলি ৪৭, হার্দিক ২১; সাকিব ২/৫৮, রুবেল ২/৬২, সাইফউদ্দিন ১/২৭, সাব্বির ১/৩০, মুস্তাফিজ ১/৪৩)। বাংলাদেশ ইনিংস- ২৬৪/১০; ৪৯.৩ ওভার (মুশফিক ৯০, লিটন ৭৩, মিরাজ ২৭, সৌম্য ২৫; কুলদীপ ৩/৪৭, চাহাল ৩/৫৫, বুমরাহ ২/২৫)। ফল ॥ ভারত ৯৫ রানে জয়ী।
×