ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কৃষি ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

প্রকাশিত: ০৯:১৬, ২৯ মে ২০১৯

কৃষি ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় বর্তমানে দেশে কৃষিক্ষেত্রে অরাজকতা চলছে অভিযোগ করে এর জন্য দায়ী কৃষিমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন। রিজভী বলেন, বগুড়ার দুপচাচিয়া উপজেলার দেবখ- গ্রামে অল্প জমির মালিক মরিয়ম বেগম তার ক্ষেতের ধান হাটে বিক্রি করে শ্রমিকদের পারিশ্রমিক দিতে ব্যর্থ হয়ে নিজের টেলিভিশন বিক্রি করে মজুরি পরিশোধ করেন। ধানের ন্যায্যমূল্য না পেয়ে ধান পুড়িয়ে দেয়ার দৃশ্য সারাদেশেই সংঘটিত হচ্ছে। চারদিকে দেখা দিয়েছে নৈরাজ্য, অস্বস্তি ও হাহাকার। ধানের ন্যায্যমূল্য নিয়ে সরকার উদাসীন, এ বিষয়ে কোন অগ্রগতি নেই, বরং তা বৃত্তপথে ঘুরপাক খাচ্ছে। প্রতিদিনই কৃষকের মনে অন্ধকার ঘন থেকে ঘনতর হচ্ছে। সরকারী নীতির কারণে ক্ষুধা, হাহাকার, অনাহার ও অর্ধাহারে মানুষের জীবন বিপন্ন। কৃষককে ধ্বংস করতে কৃষিক্ষেত্রে এই অরাজকতার জন্য দায়ী কৃষিমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী। অন্য দেশ হলে ইতোমধ্যে কৃষিমন্ত্রী পদত্যাগ করতেন। সরকারকে উদ্দেশ করে রিজভী বলেন, জোর জবরদস্তি করে আর ক্ষমতায় থেকে দেশের জনগণের প্রতি জুলুম করবেন না। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। জনগণকে বাঁচতে দিন। তিনি বলেন, সরকারের লোকজন একদিকে লুটপাট করে অর্থনীতি ফোকলা করে দিচ্ছে, অন্যদিকে অভাবের তাড়নায় হতদরিদ্র মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। সারাদেশে দরিদ্র মানুষের করুণ দশা। আর সরকার বলছে দেশ নাকি মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। রিজভী বলেন, আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য মোহাম্মদ নাসিম সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেছেন, ‘মাদক ব্যবসায়ী ও খাদ্যে ভেজালকারীরা সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী। দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আওয়ামী লীগে ভেজাল ঢুকে গেছে। বিএনপিকে বলব অগণতান্ত্রিক আন্দোলন না করে, খাদ্যে ভেজাল ও মাদক নির্মূলে আন্দোলন করুন। আমরা আপনাদের ধন্যবাদ জানাব।’ মোহাম্মদ নাসিমসহ সরকারের একাধিক মন্ত্রী-নেতার কথাবার্তায় মনে হয় তারা নিজেদের পদ খুইয়ে হতাশায় ভুগছেন। আর তাই শুধুই বিএনপিকে উপদেশ দিচ্ছেন। আমার মনে হয় তারা মন্ত্রিত্ব হারিয়ে বিএনপির কনসালটেন্ট হতে চাচ্ছেন। সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব বদলির ঘটনায় সরকারের সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদকে পুরস্কৃত করেছে সরকার।
×