ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পশ্চিম রেলের আয় বেড়েছে

প্রকাশিত: ০৮:৪৬, ২৯ মে ২০১৯

পশ্চিম রেলের আয় বেড়েছে

ডি, এম, তালেবুন নবী, চাঁপাইনবাবগঞ্জ ॥ পশ্চিমাঞ্চল রেলের আয় বৃদ্ধি পেয়ে চলেছে। গত নয় মাসে রেলের আয় ঠেকেছে চার শ’ কোটিতে। যাত্রীদের কাছে টিকেট বিক্রি করে ১১৯ কোটি ২ লাখ টাকা, পণ্য পরিবহন করে আয় বৃদ্ধি করেন, তা টিকেট বিক্রির প্রায় দ্বিগুণ হয়েছে। পশ্চিম রেলের বাণিজ্য ব্যবস্থাপক এমএম শাহনেওয়াজ জানান, গত অর্থ বছরের একই সময়ের আয় বেড়ে এবার ১২ কোটি ৭৭ লাখ টাকা ছাড়িয়ে মোট আয়ের পরিমাণ হয়েছে ৩৯৫ কেটি ৬৫ লাখ টাকা। গত অর্থ বছরের নয় মাসে আয় ছিল ৩৮২ কোটি ৯০ লাখ টাকা এবার তা অনেকটাই বেড়েছে। তিনি আরও জানান, ভারতের কলকাতাসহ কিছু আন্তদেশীয় রুট, ৫০ ইন্টারসিটিসহ ১৫৯ ট্রেন এই জোনে চলাচল করে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ এই জোনের অধীন। ৪৬ লোকাল অথবা শাটল এবং ৬৩ কমিউটার বিভিন্ন রুটে চলাচল করে। আন্তঃনগর ট্রেনেও বেড়েছে যাত্রী। তাই বেড়েছে রেলের আয়। যাত্রীর সুবিধার্থে ৩১টি গুরুত্বপূর্ণ স্টেশনকে আধুনিক কম্পিউটারাইজড, আসন সংরক্ষণ ও টিকেটিং ব্যবহার আওতায় আনা হয়েছে। এ্যামাজনের বাজার মূল্য হবে দেড় ট্রিলিয়ন ডলার অর্থনৈতিক রিপোর্টার ॥ দুই বছরের মধ্যে মার্কিন ই-কমার্স জায়ান্ট এ্যামাজনের প্রতি শেয়ারের মূল্য তিন হাজার ডলার হয়ে যাবে; এর ফলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য হবে দেড় ট্রিলিয়ন ডলার। বর্তমানে প্রতিষ্ঠানটি যেভাবে কাজ করছে তার চেয়ে খুব আলাদা কিছু না করেই এটা করা যাবে বলে শুক্রবার মত দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান পাইপার জেফরি।
×